মোঃ শাহিন হোসেন,শার্শা প্রতিনিধিঃ-যশোরের শার্শায় দমকা ঝড়ো হাওয়ায় রাস্তার পাশের গাছের ডাল ভেঙে পড়ে পথচারীর মৃত্যু হয়েছে।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটেছে জামতলা শার্শা সড়কের বিশ্বাস ব্রিক্সের সামনে বলে জানান শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের বড়বাড়িয়া ওয়ার্ডের মেম্বর সাহেব আলি।
নিহত জোহর আলী (৪৭) শার্শা উপজেলার বড়বাড়িয়া গ্রামের ছোট খোকার ছেলে।তিনি পেশায় একজন আম ব্যবসায়ী।
মেম্বর সাহেব আলি বলেন,আকাশে মেঘ দেখে জামতলা বাজার থেকে রাতে বাড়ি ফিরছিলেন জোহর আলী।পথে বিশ্বাস ব্রিক্সের সামনে পৌছালে দমকা ঝড়ো হাওয়ায় রাস্তার পাশে থাকা মরা গাছের শুকনা ডাল ভেঙ্গে পড়ে তার উপর।তখন সে মাথায় মারাত্নক ভাবে আঘাত পায়।এসময় অন্যান্য পথচারীরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান।
জামতলা-শার্শা সড়কের পাশে লাগানো গাছগুলো জেলা পরিষদের।পাঁচ বছর আগে জামতলা বাজার সংলগ্ন রিফা ও বিশ্বাস ব্রিক্সের সামনের অন্তত ১০টি গাছ মরে শুকিয়ে গেছে। সামান্য ঝড় হলেই গাছগুলো ভেঙে পড়ার সম্ভাবনা থাকলেও আইনি জটিলতাই গাছগুলো কাটা যাচ্ছে না বলে জানান জামতলা বাজার কমিটির সভাপতি ইয়াকুব আলী।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply