তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লা’র মৃত্যুতে ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু ও সদস্য সচিব ড. আবু ইউসুফ সেলিম পত্রিকায় প্রকাশের জন্য নিম্নোক্ত বিবৃতি প্রদান করেন।
প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লা মজলুম জননেতা মওলানা ভাসানীর ঘনিষ্ঠ সহচর ছিলেন। তিনি মজলুম জননেতার আদর্শ অনুসরণ করে আজীবন মেহনতি মানুষের মুক্তির সংগ্রাম করেছেন। জীবনের শেষ কয়েকটি বছর তিনি তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং রাজপথে সক্রিয় আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। আমৃত্যু অন্যায়-অবিচারের বিরুদ্ধে তার কণ্ঠ সোচ্চার ছিল। তার মত ত্যাগী দেশপ্রেমিক ব্যক্তির মৃত্যুতে জাতি এক শ্রেষ্ঠ সন্তানকে হারালো। আমরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করি ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply