নিবন্ধিত ৪৪ ও অনিবন্ধিত ৮০ টি রাজনৈতিক প্লাটফর্মের নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়ে নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাঁধের উপর ভর করে ক্ষমতায় আসার স্বপ্ন যারা দেখছেন তারা রাজনীতিকে কলুষিত করবেন না। এতে করে রাজনীতির উপর সাধারণ মানুষের বিশ্বাসভঙ্গ হবে। নতুনধারার ১২২ তম প্রশিক্ষণ কাউন্সিলে বক্তারা উপরোক্ত কথা বলেন।
১৬ আগস্ট ২৭/৭ তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী। বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেন পলাশ, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ।
এসময় মোমিন মেহেদী বলেন, রাজনীতির নামে মানুষকে কষ্টে রাখা কোনো নীতিবান রাজনৈতিক প্লাটফর্মের কাজ নয়। আমরা চাই দেশের মানুষের কথা ভেবে ৫২ হাজার কোটি টাকা পাচারকারী সালমান এফ রহমানের যাবজ্জীবন শাস্তি নিশ্চিতের পাশাপাশি গণহত্যা ও অর্থপাচারকারীদের বিচারের জন্য ‘বিশেষ ট্রাইবুনাল’ গঠন করে সজীব ওয়াজেদ জয়ের মত বড় বড় রাঘব- বোয়ালদের দ্রুত বিচারের কার্যক্রম শুরু করুন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply