বাংলাদেশ গণমুক্তি পার্টির আহ্বায়ক এম এ আলীম সরকার ১৮ আগস্ট রবিবার এক বিবৃতিতে বলেছেন, কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ১৬ই জুলাই থেকে ১১ই আগস্ট ২০২৪ পর্যন্ত জাতিসংঘের তথ্যমতে ৬৫০ জন নিহত হয়েছেন এবং সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ও বর্তমানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এম সাখাওয়াত হোসেন ভারতের গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আমরা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। বাংলাদেশ গণমুক্তি পার্টি মনে করে সঠিক তথ্য ও উপাত্ত নিয়ে প্রকৃত মৃত্যুর তালিকা জাতির সামনে প্রকাশ করতে হবে। নিহতদের পরিবারকে এক কোটি এবং গুরুতর আহত ব্যক্তিদের পঞ্চাশ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করতে হবে। হতাহতের ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার হতাহতদের আর্থিক সহায়তা প্রদানে যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা মনে করি প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সর্বজনীন কল্যাণে এই অন্তবর্তীকালীন সরকারকে কাজ করতে হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সাধারণ জনগণের আকাঙ্খা ও প্রত্যাশা, দেশে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করে নির্দিষ্ট সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা। নির্বাচন কমিশন সংস্কার করে দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। বাংলাদেশকে চলমান বাস্তবতায় উন্নতির দিকে নিয়ে যাওয়া সবার কর্তব্য।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply