গত ১৭ আগস্ট গ্লোবাল ডিফেন্স কর্পঃ নামে একটি বিদেশী পোর্টালে প্রকাশিত রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ৫০০ কোটি ডলারেরো বেশি আত্মসাতের সংবাদ অপপ্রচার, বানোয়াট ও ভিত্তিহীন।
রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের মোট বাজেট ১২ বিলিয়ন ডলার। এরমধ্যে রাশিয়া দিচ্ছে ৯০ শতাংশ অর্থের যোগান। বাংলাদেশ দিচ্ছে ১০ ভাগ। পুরো কাজটা করছে রাশিয়ার রোসাটম। বাংলাদেশের ভাগের যে ১০ ভাগ টাকা (১.২ বিলিয়ন ডলার) সেটা বাংলাদেশ পরিশোধ করে কিস্তিতে প্রতি আর্থ বছরের হিসাবে। যেমন, চলতি বছর এই কিস্তি সময়মতো পরিশোধ না করাতে পারায় বাংলাদেশের বিপক্ষে ১ লক্ষ ৬০ হাজার ডলারের একটি জরিমানা হয়। কিন্তু রাশিয়ান ঠিকাদারী কোম্পানী শেষ পর্যন্ত জরিমানা মওকুফ করে দেয়। “১৯ মে ২০২৪, দৈনিক প্রথম আলোর একটি প্রতিবেদন থেকে এ তথ্য উঠে আসে।
এবার আসুন মূল বিষয়ে, প্রকল্পের ৯০ শতাংশ টাকা দিচ্ছে রাশিয়া। এবং প্রকল্পের মোট বাজেটের ১০ শতাংশ টাকা দিচ্ছে বাংলাদেশ। এই ১০ শতাংশ প্রতি বছর কিস্তিতে পরিশোধ করা হচ্ছে। তাহলে এবার বুঝুন প্রকল্প ব্যায়ের ১২ বিলিয়ন ডলারের মধ্যে ৫ বিলিয়ন ডলার শেখ হাসিনা বা বাংলাদেশের অন্য কেউ কিভাবে দুর্নীতির মাধ্যমে আত্মসাত করলেন? বিষয়টি হাস্যকর!
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে জোরপূর্বক পদত্যাগ করিয়ে দেশত্যাগে বাধ্য করানোর পরে বর্তমান সাম্রাজ্যবাদী অপশক্তির দোসরদের চলছে একেরপর এক মিথ্যা বানোয়াট অপপ্রচার। এরই ধারাবাহিকতায় একটি বিদেশী পোর্টালে প্রকাশ করা হয় এই বানোয়াট ভিত্তিহীন অপপ্রচার।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply