বাংলাদেশ কাজী সমিতির উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে সমিতির সভাপতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে ১৯ আগস্ট সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় শহীদদের রুহের মাহফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজত করা হয় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। সভায় বক্তব্য রাখেন সমিতির মহাসচিব মাওলানা কাজী আব্দুল হাই তালুকদার, মাওলানা শামসুল হক, সহ-সভাপতি, বাংলাদেশ কাজী সমিতি, মাওলানা রেজাউল করিম, সভাপতি যশোর জেলা কাজী সমিতি, মাওলানা ইসলাম উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া কাজী সমিতি, মাওলানা আব্দুল জলিল, সাধারণ সম্পাদক, সিলেট জেলা কাজী সমিতি, মাওলানা মোঃ জুবায়ের ইবনে সালেহ, অতিরিক্ত মহাসচিব, বালাদেশ কাজী সমিতি, মাওলানা মীর জসিম উদ্দিন, মাওলানা ইলিয়াস উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা দেশের সকল কাজী সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করে সকল প্রকার বৈষম্য দূর করার আহ্বান জানান।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply