ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ চাকুরী স্থায়ীকরণ সহ নয় দফা দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করেছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের বৈষম্যবিরোধী শ্রমিকরা। মঙ্গলবার ২৭ আগস্ট ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ী এলাকার এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড কারখানার সামনে বিক্ষোভ করেন তারা। এসময় শ্রমিকরা অভিযোগ করে বলেন, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের অযথা চাকুরীচ্যুতসহ, মোবাইল ফোন ও প্রয়োজনীয় জিনিস ভিতরে নিতে দেয় না। এছাড়া শ্রমিকদের সময়মতো বেতন পরিশোধও করেনা। সকালে বিক্ষোভের সময় কর্তৃপক্ষ ভাড়াটিয়া লোকদিয়ে শ্রমিকদের মারধর করেছে বলেও জানান তারা। এসময় ৯ শ্রমিক আহত হয়েছে। তবে এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, আমরা খবর ঘটনা স্থলে যাই এবং শ্রমিকদের দাবীর কথা শুনি আর যারা আঘাত প্রাপ্ত হয়েছে কারখানা কর্তৃপক্ষ তাদের চিকিৎসা খরচ বহন করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী নুর খান জানান, তাদের দাবীর ১০% মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করেছে কারখানা কর্তৃপক্ষ বাকী দাবীর বিষয়ে আগামী ১০ তারিখ সিদ্ধান্ত জানাবে। এসময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ময়মনসিংহ ৫ পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনা স্থল পরিদর্শন করেন এবং সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন শ্রমিক কর্মচারীদের।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply