September 22, 2024, 9:24 am

তথ্য ও সংবাদ শিরোনামঃ
গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিসহ বিভিন্ন দাবিতে মহাসড়কে বিক্ষোভ তীব্র যানজটের সৃষ্টি। গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারকে ২২৫ কোটি টাকা ঋণ দিয়েছিল সালমান এফ রহমানের সুপারিশে উপজেলার পর জেলা পর্যায়েও শ্রেষ্ঠ হলেন গুণী শিক্ষক আমিনুল ইসলাম পলাতক থাকার পর আইনশৃঙ্খলা বাহিনীর নিরবতায় অস্ত্রবাজ শাহজাহান ও তার বাহিনী প্রকাশ্যে মহড়া দেয়ায় জনমনে আতংক আরজিকর কাণ্ডে তীব্র ধিক্কার এবারে সাধুসন্তরা ও প্রতিবাদে সোচ্চার সাংবাদিক আবু সাইদ মিয়ার নামে মিথ্যা মামলা তোফাজ্জল হত্যার দায়ে ৬ শিক্ষার্থীর ১৬৪ ধারায় স্বীকারুক্তিমূলক জবানবন্দি। বায়তুল মোকাররমে বর্তমান ও সাবেক খতিবের অনুসারীদের মধ্যে মারামারি। রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। গড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি ও বাঙালির সংঘর্ষ গতকাল বৃহস্পতিবার রাতভর গোলাগুলি। ঘূর্ণিঝড় বরিস ইতালির উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলে আঘাত হেনেছে। বান্দরবানে অভিযানে সন্ত্রাসীদের আস্তানা ধ্বংস এবং বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, উদ্ধার। আজকের আরজি কর হাসপাতাল স্বর্ণখচিত হাসপাতাল থেকে নরককুন্ড গা-গরমে গরম মশলা ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটির আত্মপ্রকাশ শেখ হাসিনাসহ সহযোগীদের বিচার দাবি ফারুক হাসানের সিদ্ধিরগঞ্জের আইলপাড়ায় কিশোর গ্যাংয়ের লিডার রাজু ও তার সহযোগীদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির মহাসমাবেশ সফল হওয়ায় জাতীয়তাবাদী নাগরিক দলের অভিনন্দন ভালুকা স্টুডেন্টস্‌ এসোসিয়েশন আনন্দ মোহন কলেজের কমিটি গঠন ভালুকায় রাতের আধারে শতাধিক পেঁপে গাছ কর্তন ভালুকার চাঞ্চল্যকর অটোরিকশা চালক হত্যা মামলার দুই আসামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দলকে তথ্য দেওয়ার আহ্বান ভালুকায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা আত্মকর্মসংস্থানের লক্ষে বিউটিফিকেশন কোর্স ও ফুড প্রসেসিং প্রশিক্ষণ উদ্বোধন করলো মানব কল্যাণ পরিষদ নগদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ষড়যন্ত্র। -তানভির মিশুক বিদেশি বিনিয়োগ খুব একটা পাওয়া যাবে না, এ কারণে অভ্যন্তরীণ রাজস্বের ওপর নির্ভর করতে হবে। -অর্থ উপদেষ্টা মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে অর্থ, বাণিজ্য, বিজ্ঞান, প্রযুক্তিবিষয়ক এবং পররাষ্ট্র উপদেষ্টাদ্বয়ের বৈঠক। জাতীয় লেখক উৎসব অনুষ্ঠিত আজমিরি ওসমানের অন্যতম সহযোগী সন্ত্রাসী মুরাদ এখনো অধরা সীমান্ত হত্যা বন্ধে ব্যর্থ সকল সরকার : মোমিন মেহেদী

পলাতক থাকার পর আইনশৃঙ্খলা বাহিনীর নিরবতায় অস্ত্রবাজ শাহজাহান ও তার বাহিনী প্রকাশ্যে মহড়া দেয়ায় জনমনে আতংক

পলাতক থাকার পর আইনশৃঙ্খলা বাহিনীর নিরবতায় অস্ত্রবাজ শাহজাহান ও তার বাহিনী প্রকাশ্যে মহড়া দেয়ায় জনমনে আতংক

সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ভূমিদস্যু ও চিহ্নিত মাদকের গডফাদার অস্ত্রধারী ক্যাডার শাহজাহান দীর্ঘদিন পলাতক থাকার পর স্থানীয় বিশৃঙ্খল রাজনৈতিক নেতাদের শেল্টারে আবারও এলাকায় ফিরে আসায় জনমনে আতংক ও শংকা বিরাজ করছে। যারা শাহজাহান বাহিনীর অত্যাচারের কথা ভুলেনি তারা আজ সজাগ হয়ে ক্ষুব্ধতা প্রকাশ করছে।

জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল পুরাতন আইলপাড়া এলাকার সরকার বাড়ির মাথামোটা হিসেবে পরিচিত শাহজাহান ওরফে কৃষ্ণা স্বৈরাচার আওয়ামী সরকারের আমলে অস্ত্র, মাদক ব্যবসা সহ ভূমিদস্যুতায় ছিল পারদর্শী। অস্ত্রের ঝনঝনানিতে এলাকাবাসী আতংকিত থাকতো। শাহজাহানের অন্যতম সহযোগী ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিহ্নিত মাদক বিক্রেতা শহিদুল্লাহ ওরফে কালা মানিক ও কিশোর গ্যাংয়ের লিডার রাজিব-সজিব যমজ দুই ভাই। আর হিয়াইল্যা ইয়াছিন কৃষক লীগের সেক্রেটারী পরিচয়ে এলাকার মধ্যে ছেচরামি করে বেড়াতো এবং যে কোন বাড়ি ঘরে গিয়ে মহিলাদের বিরক্তসহ অনেক ভাড়াটিয়া বাসা বাড়ির লোকজনকে জিম্মি করে চাঁদা আদায় করতো। থানা পুলিশ এলাকায় প্রবেশ করলে সবার আগে হিয়াইল্যা ইয়াছিন সামনে গিয়ে হাজির হয়ে উল্টো বিভিন্ন সাধারণ মানুষকে টাকা পয়সার জন্য হয়রানী করত। গত শুক্রবার হিয়াইল্যা ইয়াছিন সন্ত্রাসী শাহজাহানের সাথে এলাকায় প্রবেশ করলে এলাকার যুব সমাজ ইয়াছিনকে দৌড়ানি দেয়। কিন্তু শাহজাহানকে যাতে কেউ কিছু না বলে এই জন্য শেল্টার দেয় স্থানীয় এলাকার লেবাশধারী চাটুকার বিএনপি নামধারী নেতা। যদিও ঐসকল বিএনপি নামধারী নেতারা আওয়ামী আমলে পাচাটা কুত্তা হিসেবে পরিচিত ছিল। এখন বিএনপির নেতা বনে গেছে। তবে বিএনপির জেলা ও মহানগর কমিটির দায়িত্বশীল নেতাদের কাছে এই বিষয়ে অবগত করা হয়েছে। এদিকে শাহাজাহানের বিরুদ্ধে ভূমিদস্যুতা, হত্যা ও অস্ত্র মামলা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে। সরকার পতনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি বর্ষনকারী ও নারায়ণগঞ্জের শীর্ষ গডফাদার সাবেক এমপি বরকা শামীম হিসেবে পরিচিত শামীম ওসমানের দোসর অস্ত্রবাজ শাহজাহান ও মাদক বিক্রেতা শহীদুল্লাহ সহ অয়ন ওসমানের কিশোর গ্যাংয়ের লিডার রাজিব-সজিবকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান এলাকাবাসী। ইতিমধ্যে শাহজাহান সহ আরো কয়েকজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। তারপরও গত শুক্রবার প্রকাশ্যেই শাহজাহান ও তার বাহিনী এলাকায় চাটুকারদের নিয়ে মহড়া দিলে আতংক ছড়িয়ে পরে। ছেচরা হিয়াইল্যা ইয়াছিন, চোকলা সাইদুল, শহীদুল্লাহর অন্যতম সহযোগী মাদকের ক্যাশিয়ার হিমেল, স্বপন সহ আরো কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী এলাকায় অরাজকতা সৃষ্টি করার জন্য ঘাপটি মেরে বসে আছে। ওরা কখনো শামীম ওসমানের নাম, কখনো শাহ নিজামের নাম, আবার কখনো অয়ন ওসমানের নাম ব্যবহার করে প্রভাব বিস্তার করে মানুষকে অনেক ক্ষতি করেছে। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান ও সেক্রেটারী ইয়াছিন ওদের শেল্টার দিতো বলেও অভিযোগ রয়েছে। শাহজাহানের বিয়াই থানা যুব লীগের সেক্রেটারী পরিচয় দানকারী মনসুর এবং শহীদুল্লাহর নিকট আত্মীয় থানা আওয়ামী লীগের সেক্রেটারী ইয়াছিনের প্রভাবেও ওরা যা ইচ্ছা তাই করে বেরিয়েছে। বর্তমানে এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। অন্যদিকে উপরোক্ত অপরাধীদের বিরুদ্ধে কোন সংবাদ প্রকাশ হলে সাংবাদিকদেরও ছাড় দিবে না বলেও হুমকী ধামকী দিয়ে  বেড়াচ্ছে। বর্তমানে থানা পুলিশ নিস্ক্রিয় এবং প্রশাসনিক ভাবে পুরোপুরি অভিযান পরিচালনা না হওয়ায় সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠছে। এ ব্যাপারে সেনাবাহিনীর কাছে দ্রুত আশু হস্তক্ষেপ কামনা করেছে গোদনাইল আইলপাড়াবাসী।

আমাদের প্রকাশিত তথ্য ও সংবাদ আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)

Design by Raytahost.com