কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নইম উদ্দীন সেন্টুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ফিলিপনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বসে থাকা অবস্থায় জানালা দিয়ে গুলি করলে চেয়ারম্যান চেয়ার থেকে লুটিয়ে পড়ে মারা যান। নিহত চেয়ারম্যান সেন্টু ফিলিপনগর গ্রামের বাসিন্দা।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মিনে হত্যার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আমরা (পুলিশ) ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছি।
ঘটনার পর ফিলিপনগর এলাকা উত্তাল হয়ে উঠেছে। দেশীয় অস্ত্র নিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয় ঘিরে রেখেছে শত শত মানুষ। চেয়ারম্যানের প্রতিপক্ষের কিছু বাড়ি-ঘরে ভাঙচুর, লুটপাট করা হয়েছে। থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয়রা জানান, ফিলিপনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিজ চেয়ারে বসে কাজ করছিলেন চেয়ারম্যান মো. নইম উদ্দীন সেন্টু। বেলা সাড়ে ১১টার দিকে ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত জানালার ফাকা দিয়ে কাছ থেকে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। দুটি গুলি চেয়ারম্যানের শরীরের বিদ্ধ হলে তিনি চেয়ার থেকে ফ্লোরে লুটিয়ে পড়েন। সেখানেই মারা যান চেয়ারম্যান। স্থানীয়দের ধারণা, প্রতিপক্ষ একটি গ্রুপ পূর্ব বিরোধে আধিপত্য বিস্তার করতে চেয়ারম্যানকে হত্যা করেছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply