নিজস্ব প্রতিনিধিঃআনোয়ার হোসেন। যশোর পাঁচ হত্যা মামলার আসামি সাইফুল ইসলাম সাগর (৩৫) কে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত ১টার দিকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এই দিন সন্ধ্যা ৭টার সময় যশোর সদর উপজেলা বালিয়া ভেকুটিয়া বাজারসংলগ্ন ব্রিজের উপর তাঁকে পিটিয়ে আহত করে ফেলে যায় দুর্বৃত্তরা।
পুলিশ সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গা গ্রামেরঃ দেলোয়ার হোসেনের ছেলে সাগর। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।ও তিনি স্থানীয় সন্ত্রাসী এবং চাঁদাবাজ হিসেবে চিহ্নিত। গত ১০-১২ দিন আগের একটি অস্ত্র মামলায় কারাগার থেকে মুক্তি পান।
গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে বালিয়া ভেকুটিয়া ব্রিজের উপর সাগর কে একা পেয়ে অতর্কিত হামলা করেন দুর্বৃত্তরা। এই সময় তাঁকে দুই পায়ে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে যশোর সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, নিহত সাগর হত্যায় জড়িতদের কে শনাক্তের চেষ্টা চলছে। কেউ এখনো আটক হয়নি। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।আছে তিনি বলেন, নিহত সাগরের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতির চেষ্টা ও মাদক সহ পাঁচটি মামলা রয়েছে বলে জানান।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply