সাবেক পরিকল্পনামন্ত্রী এম.এ. মান্নানের জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেমায়েত উদ্দিন জামিন মঞ্জুরের এ আদেশ দেন।
বিবাদীপক্ষের আইনজীবী আবদুল হামিদ বলেন, অসুস্থতা ও বয়স বিবেচনায় আদালত এম.এ. মান্নানের জামিন দিয়েছেন। আদালতের রায়ে আমরা খুশি।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত এক শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদী হয়ে ৯৯ জনকে আসামি করে সুনামগঞ্জ দ্রুতবিচার আদালতে মামলা দায়ের করেন। উক্ত মামলায় কারাগারে ছিলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম.এ. মান্নান।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply