আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ সরকারি ঘোষনার পর দুই হাজার ৪২০ টনের মধ্যে বেনাপোল বন্দর দিয়ে ৯ দিনে ৪৫৯ টন ইলিশ ভারতে রফতানি হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর থেকে গতকাল মঙ্গলবার (৮ই অক্টোবর) পর্যন্ত এই বেনাপোল বন্দর দিয়ে ১৫০ ট্রাকে এই ইলিশ ভারতে গেছে।
গতকাল মঙ্গলবার ৮ ট্রাকে ২৪ টন ইলিশ ভারতে রফতানি হয়েছে। এই নিয়ে গত ৯ দিনে ভারতে ইলিশ রফতানি হলো ৪৫৯ মেট্রিক টন।
এর মধ্যে গত ২৬ সেপ্টেম্বর ২০ ট্রাকে ৫৪ টন ৪৬০ কেজি, শনিবার ১৫ ট্রাকে ৪৫ টন ২০০ কেজি, রবিবার ৬ ট্রাকে ১৯ টন, সোমবার ৩০ ট্রাকে ৮৯ টন, মঙ্গলবার ২৩ ট্রাকে ৬৯ টন ৬৪০ কেজি, বৃহস্পতিবার ৩০ ট্রাকে ৯২ টন, শনিবার ১৩ ট্রাকে ৪২ টন, সোমবার ৮ ট্রাকে ২৩ টন ৬০০ কেজি, সবশেষ আজ ৮ ট্রাকে ২৪ টন ইলিশ ভারতে রফতানি হয়েছে। প্রতি কেজি ইলিশ রফতানি হয়েছে ১০ মার্কিন ডলারে, যাহা বাংলাদেশি টাকায় প্রায় ১১৮০।
বেনাপোল বাজারে মাছ কিনতে আসা শ্রী উত্তম কুমার বিস্বাস বলেন, বেনাপোল মাছ বাজারে এক কেজির নিচে ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১৩০০-১৫০০ টাকা। আর ১ কেজির উপরে গেলে ১৮০০-২০০০ টাকায় বিক্রি হচ্ছে। সেই হিসাবে একই আকারের ইলিশ প্রায় ৬০০-৮০০ টাকা কমে ভারতে রফতানি হচ্ছে।
কম দামে ইলিশ রফতানির বিষয়ে মৎস্য অধিদফতরের বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের কর্মকর্তা আসওয়াদুল বলেন, ইলিশ রফতানির পরিপত্রটি বিগত কয়েক বছর আগের। তবে দেশীয় বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দাম সমন্বয় হতে পারে।
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক রাশেদুল সজিব নাজির জানান, গতকাল মঙ্গলবার ৮ ট্রাকে ২৪ টন ইলিশ ভারতে রফতানি হয়েছে।
এই নিয়ে গত ৯ দিনে ভারতে ইলিশ রফতানি হয়েছে ৪৫৯ মেট্রিক টন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply