মহানবী(সা.)-এর চেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে গুরুত্ব বেশি দেয়ার প্রতিবাদ ও সংশোধন দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। ১০ অক্টোবর নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী ও সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা বিবৃতিতে উল্লেখ করেন, সংস্কারের লক্ষ্যে জামায়াতে ইসলাম তাদের ৪১ দফার মধ্যে ১ স্থানে লিখেছে-‘সকল শ্রেণির পাঠ্য বইয়ে- ২০২৪ সালের অভ্যুত্থানের ইতিহাস এবং মহানবী(সা.)এর জীবনী অর্ন্তভূক্ত করতে হবে।’ ক্ষমতার মোহে অন্ধ হয়ে যাওয়ায় বিশ^নবী হযরত মুহম্মদ সা.-এর চেয়েও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বেশি গুরুত্ব দিচ্ছে, যা একটি ধর্ম ভিত্তিক রাজনৈতিক দলের কাছে ছাত্র-যুব-জনতা প্রত্যাশা করেনা। অনতিবিলম্বে এই দফা সংশোধন করে মহানবী সা.-এর নাম আগে না আনলে এবং জাতির কাছে নিঃশর্ত ক্ষমা না চাইলে ধর্ম অবমাননার অপরাধে জনগণ তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply