প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সকল উপদেষ্টা পরিষদ, সেনা প্রধান, আইজিপিসহ সকলকে বিজয়া দশর্মীর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দিরের সেবায়েত পল্টন দাস।
১৩ অক্টোবর এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, শত শত বছর আগে এই অত্র এলাকায় বাঙালির ঐক্য ও সক্ষতা ছিল। আমাদের দুর্গা পূজা উৎসব উপলক্ষে স্বৈরাচার ও কিছু দুঃস্কৃতিকারীরা আমাদের পূজা মন্ডপে প্রতিমা ভাংচুর করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। সকল ষড়যন্ত্রকারীকে আমাদের দেশপ্রেমিক সেনাপ্রধান ঢাকেশ্বরী মন্দিরে তিনি পরিস্কার পরিচ্ছন্নভাবে বলেছেন, যারা এই প্রতিমা ভাংচুরের মধ্যে জড়িত আছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ভবিষ্যতে যদি কেউ মন্দিরের প্রতিমা ভাংচুর করার চেষ্টা করে আমরা তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো। প্রত্যেক মন্দিরে সেনা মোতায়েন করবে বলে আশ্বস্ত করেছে। তার পরবর্তী সময় থেকে এদেশে হিন্দু সম্প্রদায় তারা আত্মবিশ্বাসীভাবে পূজা আয়োজন করেছে এবং নির্বিগ্নে আমাদের মা-বোনেরা পূজা মন্ডপে যান। সেনা প্রধান আরো বলেন, ধর্ম যার যার আনন্দ সবার এবং সাম্প্রদায়িক সম্প্রীতিকে আমরা বজায় রাখার জন্য আমার সেনাবাহিনীর ভূমিকা থাকবে।
পুলিশের আইজিপি সাহেব নিজেও ঢাকেশ্বরী মন্দিরে যান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ প্রদান করেন ও লালবাগের উপ-পুলিশ কমিশনারকে নির্দেশ দেন যে পূজা মন্ডপে যেন কোন দুস্কৃতিকারীরা নাশকতা সৃষ্টি করতে না পারে। গতকাল নবমী অনুষ্ঠানে দুর্গা পূজায় প্রধান উপদেষ্টা বলেন, বাঙালি ঐক্যবদ্ধভাবে শারদীয় পূজা হিন্দু সম্প্রদায় উপভোগ করছে। আর অন্যান্য সম্প্রদায় আনন্দ ভোগ করছে। আমরা এদেশে হিন্দু সম্প্রদায় এতো সুন্দর পরিবেশে পূজা কখনও আমরা উপভোগ করতে পারি নাই। আজকের এই দুর্গা পূজায় সরকারি ছুটি হিসেবে দুই দিন ঘোষণা করা হয় এবং পূজা মন্ডপে আমাদের সরকারি অনুদান দেওয়া হয় গত বছরের চেয়ে দ্বিগুণ।
এই বিজয়া দশমীতে আমি দেশবাসীর প্রতি কৃতজ্ঞ, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি সারা পৃথিবীর কাছে একটি দৃষ্টান্ত তৈরী করেছি। আমরা বাংলাদেশের সকল মানুষের উত্তরোত্তর মঙ্গল ও প্রগতি কামনা করছি।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply