January 2, 2025, 1:29 pm

তথ্য ও সংবাদ শিরোনামঃ
নতুন বছরের অঙ্গীকার জাতীয় ঐক্য, রাষ্ট্রের সংস্কার ও নির্বাচন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ভালুকায় ছাত্রদলের প্রতিষ্ঠাবর্ষিকী পালিত রাঙ্গামাটি জেলার নানিয়ারচরে ইউপিডিএফ (মূল) এর গোপন আস্তানার সন্ধান: সেনাবাহিনীর বিশেষ অভিযানে নিহত এক। বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ। ভারত সরকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ফ্রী মুভমেন্ট করার অনুমতি দিয়েছে। বিজিবি’র অভিযানে পণ্যসামগ্রী ও মাদক জব্দ- আটক ১। কবি আবদুল হাই শিকদারের ৬৯ তম জন্মদিন ১ জানুয়ারি আরজেএফ’র উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কবি ও কবিতা শক্তি ও প্রেরণার উৎস…… লায়ন মোঃ গনি মিয়া বাবুল রাস্তা আটকিয়ে প্রাইভেট কার ছিনতাই, চক্রের দুই সদস্য আটক বাংলাদেশ মিয়ানমার সীমান্তে ২৭১ কিলোমিটার পুরোটাই ‘আরাকান আর্মির’ নিয়ন্ত্রণে। -স্বরাষ্ট্র উপদেষ্টা সেভ দ্য রোড-এর প্রতিবেদন ২০২৪ সালে সড়কে ঝরেছে ৬ হাজার ৪৪৪ প্রাণ মুন্সিগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব সম্পাদক সাখাওয়াত হোসেন মানিক বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ সচিবালয়ে সংঘটিত অগ্নিকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিবৃতি। তারেক রহমানের ৩১দফাকে গ্রামগঞ্জে ছড়িয়ে দিতে হবে – রোকন ভারতে অবৈধপথে প্রবেশকালে দুই নারী আটক। ভারতে ৯ মাস সাজা খেটে দেশে ফিরলেন ৬ জেলে। বরিশালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নথিপত্র ভর্তি দুটি ট্রাক আটক করে স্থানীয় জনতা। আনন্দ উৎসবে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে আমরা ৯৭ নারায়ণগঞ্জের আত্মপ্রকাশ ব্যাংকের ঋণ প্রদানে জামিনদার আইন বাতিল ও জামিনদার মোস্তাক আহমেদের মুক্তির দাবিতে মানববন্ধন। ভালুকায় হাতেম খানের নিজস্ব অর্থায়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ বিদেশী মদ, ফেন্সিডিল ভারতীয় পণ্য সহ ২ জন আটক। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত ১০ নিহত ৫ দুর্নীতি থামাতে না পারলে অর্থনীতি আরো ধ্বংস হবে সচিবালয়ে আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া অফিস দেখে বিমর্ষ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, শান্তনা দিলেন আরেক উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন। বেনাপোল স্থলবন্দর হ্যাল্ডিং শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ। ভালুকায় এক বাগানবাড়িতে হামলা ও মালামল লুটের অভিযোগ ভালুকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ বাংলাদেশে সা’দ পন্থীদের নিষিদ্ধকরণের দাবীতে ভালুকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও গণসমাবেশ

মেট্রোরেলে একক যাত্রার ২ লাখ টিকেট লাপাত্তা!

মেট্রোরেলে একক যাত্রার ২ লাখ টিকেট লাপাত্তা!

মেট্রোরেলে একক যাত্রায় ব্যবহার করা টিকেটের মধ্যে দুই লাখ ফেরত না দিয়েই স্টেশন থেকে বের হয়ে গেছেন যাত্রীরা। টিকেটের অভাবে যাত্রীদের সমস্যা হচ্ছে জানিয়ে সেগুলো ফেরত দেওয়ার অনুরোধ করেছে মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-ডিএমটিসিএল।

সোমবার রাজধানীর উত্তরায় ডিএমটিসিএল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

ছাত্র জনতার আন্দোলনের সময় ভাঙচুরে ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ স্টেশন মঙ্গলবার থেকে চালুর ঘোষণা দিতে সাংবাদিকদেরকে আামন্ত্রণ জানানো হয় সেখানে।

আবদুর রউফ জানান, তারা মেট্রোরেলে একক যাত্রার জন্য ২ লাখ ৪৮ হাজার টিকেট এনেছিলেন। এর মধ্যে ১৩ হাজার নষ্ট হয়ে গেছে। ২ লাখ হারিয়ে গেছে।

“হারিয়ে যাওয়া মানে যাত্রীরা এগুলো বিভিন্ন সময়ে স্টেশনে জমা না দিয়ে নিয়ে গেছেন। এটা আইনত অপরাধ।”

মেট্রোরেলে দুই ধরনের টিকেট আছে। এমআরটি পাস কিনে কেবল রিচার্জ করে যাত্রীরা ট্রেনে চড়তে পারেন। যতক্ষণ কার্ডে টাকা থাকে ততক্ষণ ট্রেনে চড়া যায়। সর্বোচ্চ ১০ হাজার টাকা রিচার্জের সুযোগ আছে।

এভাবে কার্ড করে চলাচলে ১০ শতাংশ ছাড়ও মেলে। এই কার্ড পাঞ্চ করে স্টেশন থেকে বের হতে হয়। পাঞ্চ মেশিনেই ভাড়া স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হয়। তবে কেউ চাইলে কোনো একক যাত্রার টিকেট কিনেও গন্তব্যে যেতে পারেন। এই একক যাত্রার টিকেট মেশিনে ঢুকিয়ে বের হতে হয়।

সেই টিকেট মেশিনে দিলেই বের হওয়ার সুযোগ থাকে স্টেশনে। তবে একজন টিকেট দেওয়ার পর তার সঙ্গে বের হয়ে যাওয়া যায়, এই সুযোগই নিয়ে থাকেন যাত্রীরা।

মেট্টোরেল ভিত্তিক বিভিন্ন ফেইসবুক গ্রুপে যাত্রীরা প্রায়ই মজার ছলে বা ইচ্ছে করে টিকেট এভাবে বাড়িতে নিয়ে যাওয়ার কথা জানিয়ে পোস্টও করেন। একজন যাত্রী এভাবে একাধিক টিকেট নিয়ে যাওয়ার কথা জানিয়ে গর্বও করেছেন।

এভাবে নিয়ে যাওয়া টিকেট ফেরত দেওয়ার অনুরোধ জানিয়ে ডিএমটিসিএল এমডি সংবাদ সম্মেলনে বলেন, “এককযাত্রার টিকিট মেট্রো স্টেশনের বাইরে নেওয়া দণ্ডনীয় অপরাধ। এসব কার্ড বাইরে নিয়ে অন্য কোনো কাজে ব্যবহার করতেও পারবেন না। তাই অনুরোধ রইল, এসব কার্ড নিকটবর্তী স্টেশনে এসে ফেরত দেবেন। এতে রাষ্ট্র আর্থিক ক্ষতি থেকে বাঁচবে।”

যাত্রীদের এই টিকেট নিয়ে যাওয়ার প্রবণতায় ভুগছেন অন্যরা। টিকেট কম থাকায় প্রায়ই কিছু কিছু ভেন্ডিং মেশিন বন্ধ থাকে। তখন দীর্ঘ অপেক্ষায় থাকতে হয়। স্টেশনে এসে এমআরটি পাস রিচার্জে ভোগান্তি অবসানের উদ্যোগ নেওয়ার কথাও সংবাদ সম্মেলনে জানান আবদুর রউফ।

তিনি বলেন, “ঘরে বসেই যাতে এমআরটি রিচার্জ করা যায়, সে জন্য অ্যাপ তৈরি হচ্ছে। খুব দ্রুতই চুক্তি হবে, বিষয়টি ফাইনাল স্টেজে আছে। আশা করিছি খুব শিগগিরই ভালো সংবাদ দিতে পারব।”

আমাদের প্রকাশিত তথ্য ও সংবাদ আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)

Design by Raytahost.com