বাংলাদেশ ডেন্টাল সোসাইটির (বিডিএস) ২০২৪-২৭ কার্যকরী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. পরিমল চন্দ্র মল্লিক এবং মহাসচিব পদে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ডা. এ কে এম কবির আহমেদ রিয়াজ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করেন বিডিএসের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডা. এসএম সালাউদ্দিন আল আজাদ। দন্তরোগ বিশেষজ্ঞ ডা. এ কে এম কবির আহমেদ রিয়াজ উপ-রেজিস্ট্রার হিসেবে বিএসএমএমইউর জনসংযোগ এরও দায়িত্বে রয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির শতাধিক ডেন্টাল সার্জনসহ নির্বাচন কমিশনার ডা. এস এম তানভীর ইসলাম, ডা. সিফাতউদ্দীন খান, ডা. সমীর বণিক ও ডা. মো. মোখলেছুর রহমান (পনির)। সংবাদ সম্মেলনে জানানো হয়, মনোনয়ন ফরম উত্তোলন ও জমাদানের পর মোট ৫১টি পদের বিপরীতে ৫৭টি ফরম বৈধ বলে বিবেচিত হয়। এর মধ্যে বিএমডিসির হালনাগাদ না থাকায় একটি ফরম বাতিল ঘোষিত হয়। সমঝোতার ভিত্তিতে আরও ছয়জন মনোনয়ন প্রত্যাহার করেন। ফলে ৫১টি বৈধ প্রার্থীকে ডেন্টাল সোসাইটির কার্যকরী পর্ষদে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। আগামী ১ নভেম্বর এই কমিটি চূড়ান্ত অনুমোদন পাবে।
অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেনÑ যুগ্ম মহাসচিব পদে ডা. আব্দুল আল মামুন ও ডা. মো. মোস্তাফিজুর রহমান; কোষাধ্যক্ষ পদে ডা. আসিফুল বারী; সহ-সভাপতি পদে অধ্যাপক ডা. শরীফুল ইসলাম বাহার (ঢাকা মহানগর), ডা. আবু তৈয়ব মো. আহসানউল্লাহ (ঢাকা বিভাগ), ডা. মুহাম্মদ সরওয়ার কামাল (চট্টগ্রাম বিভাগ), ডা. মো. আলী আকবর পলান (রাজশাহী বিভাগ), ডা. সায়ীম রহমান ভূইয়া (খুলনা বিভাগ), ডা. শাহীন চৌধুরী (বরিশাল বিভাগ), ডা. আব্দুল্লাহ আল মাসুদ (সিলেট বিভাগ), অধ্যাপক ডা. রকিবুল ইসলাম (রংপুর বিভাগ), ডা. মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম প্রিন্স (ময়মনসিংহ বিভাগ); সাংগঠনিক সম্পাদক পদে ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. মো. মোস্তাফিজুর রহমান, ডা. মো. আসিফুল বারী, ডা. কামরুল হাসান (মহানগর), ডা. সজীব তরফদার (ঢাকা বিভাগ), ডা. মুহাম্মদ আরসাদ (চট্টগ্রাম বিভাগ), ডা. আতিক মাহমুদ (রাজশাহী বিভাগ). ডা. তানিয়া ইসলাম (খুলনা বিভাগ), ডা. রাশেদ মোশাররফ (বরিশাল বিভাগ), ডা. কে এম আব্দুল্লাহ আল হারুন (সিলেট বিভাগ), ডা. আব্দুল্লাহ আল শাফী শুভ (রংপুর বিভাগ), ডা. শামীম আহমেদ (ময়মনসিংহ বিভাগ); এ ছাড়া বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. আবু বকর শাহ, সহ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. পারভেজ হোসেন, দপ্তর সম্পাদক ডা. কাজী হাফিজুর রহমান, সহ-দপ্তর সম্পাদক ডা. মো: নকিবুল হাসান, প্রচার ও জনসংযোগ বিষয়ক সম্পাদক ডা. মো. তারিন ইব্রাহিম হিমেল, সহ-প্রচার ও জনসংযোগ বিষয়ক সম্পাদক ডা. মু. আজিজুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক ডা. এ কিউ এম মহিউদ্দিন মাসুম, সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ডা. আবু সাইদ মো. মহিবুল্লাহ, সংস্কৃতি ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক ডা. চৌধুরী মিরাজ মাহমুদ, সহ-সংস্কৃতি ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক ডা. ফারজানা বিথী, গ্রন্থাগার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ডা. মোস্তাফিজুর রহমান মামুন, সহ-গ্রন্থাগার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ডা. মুহাম্মদ ইসমাইল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. মো. কামরুজ্জামান, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. আল হাসান বায়েজীদ, কমিটির কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন ডা. মো. এনায়েত হোসেন (ডিডিসি), ডা. তানভীর হাসান (বিডিসি), ডা. ফখরুল ইসলাম রাজীব (সিডিসি), ডা. আশরাফুজ্জামান মমিন (ইউপিডিসি), ডা. সাইফুল ইসলাম (পিডিসি), ডা. হাসানুর রহমান কাফী (ডিডিসি), ডা. মাহমুদুল হাসান সেবক (ডিডিসি), ডা. মফিজউদ্দীন মুইন (এমডিসি), ডা. তাশরিফ আহমেদ (ডিডিসি), ডা. মো. মোতাহার হোসাইন (ডিসিএমসিডিইউ), ডা. ইমানুজ্জামান ফরহাদ (ইউডিসি), ডা. ফয়সাল অনিক (এমএইচএমসিডিইউ), ডা. আব্দুল্লাহ মাহমুদ সৌরভ (ডিডিসি) এবং ডা. আরিফুর রহমান (ইউডিসি)। এ ছাড়া পদাধিকারবলে সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ডা. আবুল কাশেম ও মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল কমিটির সদস্য হিসেবে থাকবেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply