গভীর রাতে মাদারীপুরের আড়িয়াল খাঁ নদীর পাড়ে হঠাৎ করেই এক কিলোমিটার এলাকার ৫০টিরও বেশি বাড়ি-ঘর বসে গেছে। ভোররাতে মাদারীপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। হঠাৎ করে ঘর-বাড়ির এক অংশ বসে যাওয়াতে তীব্র আতঙ্কের তৈরি হয়। আতঙ্কে রীতিমত ছোটাছুটি শুরু হয়ে যায়।
সরেজমিনে দেখা গেছে, মাদারীপুর শহরের হাকিয়ারমার ঘাট থেকে পাঠককান্দি পর্যন্ত এলাকায় এই ঘটনা ঘটেছে। ফাটল ধরেছে নদীর তীরের প্রায় এক কিলোমিটার এলাকায়। গত শুক্রবার গভীর রাতে এই অবস্থার সৃষ্টি হলে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সহায় সম্বল হারিয়ে কয়েকটি পরিবার অসহায় হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত সোহেল সরদার বলেন, ‘রাতে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ করেই শব্দ শুনতে পেয়ে তারা জেগে ওঠেন। আস্তে আস্তে আটটি ঘর নদীর মধ্যে ধসে পড়ে। এতে পরিবারের অনেক মালামালসহ ঘর নদীর মধ্যে পড়ে গেছে।’
স্থানীয় মনির হোসেন, জাহিদুর রহমান, মনিরা খাতুন ও সাইদ আলীসহ অন্যদের দাবি, দীর্ঘদিন ধরেই আড়িয়াল খাঁ নদীর এই অংশে অবৈধভাবে বালি তোলা ও ড্রেজার মেশিনে বালু লোড ও আনলোড করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম বলেন, এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই এলাকায় অভিযান চালানো হয়েছিল। তবে সেখানে কোনও বালু উত্তোলনের ড্রেজার পাওয়া যায়নি।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply