নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেছেন, আইনজীবী, ডাক্তার বা সাংবাদিকসহ সব পেশার মানুষকেই ইথিকস মেনে চলতে হয়। তবে সবচেয়ে বেশি ইথিকস মেনে চলতে হয় সাংবাদিকদের। কিন্তু আজকে আইনজীবী, সাংবাদিক, ডাক্তার- আমরা সবাই ইথিকস থেকে বহু দূরে সরে গেছি। এ জায়গাটাকে ফিরিয়ে আনতে হবে।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন ।
ডেপুটি স্পিকার বলেছেন , সংবাদপত্র হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। গুরুত্বপূর্ণ এ অঙ্গটিকে ঠিক রাখতে হলে প্রতিটি সংবাদ যাচাই-বাছাই পূর্বক প্রকাশ করতে হবে। নৈতিকতা, বস্তুনিষ্ঠতা ও সময়োপযোগিতার কথা মাথায় রাখতে হবে। এমন কোনো সংবাদ পরিবেশন করা উচিত হবে না যাতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়।
সংবাদ প্রকাশে নৈতিকতা বজায় রাখতে হবে মন্তব্য করে ফজলে রাব্বী মিয়া বলেছেন , একই সঙ্গে দেশের স্বার্থও বিবেচনায় নিতে হবে। রানা প্লাজা নিয়ে গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করে তিনি বলেছেন রানা প্লাজার ঘটনায় পোশাক খাতে অবিস্মরণীয় ক্ষতি হয়েছে। আগে বিদেশিরা দেশের বিভিন্ন পোশাক কারখানায় গিয়ে অর্ডার করতেন। রানা প্লাজার ঘটনার পরে আর সেরকম অর্ডার পাওয়া যাচ্ছে না। বর্তমানে বিদেশে ঘুরে ঘুরে অর্ডার আনতে হচ্ছে। এমনটা হয়েছে শুধু সেই সময়ে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় অতি মাত্রায় নিউজ প্রকাশের কারণে।
বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাবলুর সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক, গণজাগরণের ভারপ্রাপ্ত সম্পাদক ওমর ফারুক জালালসহ বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply