নিজস্ব প্রতিবেদকঃ নীলফামারীর জলঢাকায় বনভোজনের ৫০ টাকা দিতে না পারার জন্য বই কেড়ে নেওয়া সেই প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাককে অবশেষে বদলি করা হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি বদলি কার্যকর করে একটি অফিস আদেশ জারি করেছেন জলঢাকা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ।
এর আগে ‘৫০ টাকার জন্য শিক্ষার্থীর কাছ থেকে বই কেড়ে নেওয়ার অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। এর প্রায় এক সপ্তাহ পরই বদলির আদেশ জারি করা হল।
বদলির আদেশ সূত্রে জানা যায়, রংপুর বিভাগীয় উপ-পরিচালকের নির্দেশে বিতর্কিত ওই প্রধান শিক্ষককে অন্যত্র বদলি করে একই উপজেলার গোপালঝাড় পূর্ব চরভরট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দেওয়া হয়েছে। আগামী ১১ ফেব্রুয়ারির মধ্যে সেখানে যোগদান করতে বলা হয়েছে ওই আদেশে। বদলির বিষয়টি নিশ্চিত করে জলঢাকা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ জানান, ওই শিক্ষককে বদলির আদেশ জারি করা হয়েছে। তাকে নির্ধারিত তারিখে সেই প্রতিষ্ঠানে যোগদান করতে বলা হয়েছে।
উল্লেখ্য, বনভোজনের জন্য বিদ্যালয় কর্তৃক নির্ধারিত ২৫০ টাকার মধ্যে ২০০ টাকা প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাককে দিয়েছিল পঞ্চম শ্রেণির ছাত্রী শ্রী মতি কাজলী রানী রায় (১১)। তবে বাকী আর মাত্র ৫০ টাকা দিতে না পারার জন্য শ্রী মতি কাজলী রানীর কাছ থেকে নতুন বই কেড়ে নেওয়ার অভিযোগ উঠে প্রধান শিক্ষকের আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে। পরে ওই শিক্ষার্থীর বাবা দিন মজুর কৃষ্ণ চন্দ্র রায় বিচার চেয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই বিদ্যালয়ে তদন্ত করে ঘটনার সত্যতা পান এবং ওই শিক্ষার্থীকে পুনরায় নতুন এক সেট বই দিয়ে বনভোজনে পাঠিয়ে দেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply