নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ থেকে প্রত্যাহারকৃত বহুল আলোচিত পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতা অপব্যাবহারের অভিযোগের তদন্ত শেষ হয়েছে বলে জানাগেছে। তবে এই তদন্ত প্রতিবেদন এখন দাখিল করা হয়নি।
গত মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী অমিত তালুকদার।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার আদালতে বলেন, ‘মোহাম্মদ হারুন অর রশীদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতা অপব্যাবহারের অভিযোগের তদন্ত শেষ হয়েছে। তবে রিপোর্ট আমরা এখনো হাতে পাইনি। আশা করি, শিগগিরই এ রিপোর্ট আমরা পাবো।’ তখন আদালত রিটকারী আইনজীবীকে উদ্দেশে করে বলেন, ‘তাহলে পুলিশের প্রতিবেদনটা আগে দেখুন।’
এরপর আদালত পরবর্তী শুনানির জন্য ৫ এপ্রিল দিন ধার্য করেন। আদালতে রিটকারী আইনজীবী অ্যাডভোকেট সালেহ উদ্দিন নিজেই শুনানি করেন। প্রসগত, গত বছরের ১২ নভেম্বর রিট শুনানি মুলতবি রাখেন আদালত।
এর আগে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও ক্ষমতা অপব্যাবহারের তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী সালেহ উদ্দিন এ রিটটি দায়ের করেন। রিট আবেদনে এসপি হারুনের ক্ষমতার অপব্যবহার ও দুনীর্তি সংক্রান্ত বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করা হয়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply