নকশা জালিয়াতি করে বনানীর এফআর টাওয়ারে বর্ধিত অংশ নির্মাণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েশ এ পরোয়ানা জারি করেন। একই সঙ্গে গ্রেপ্তার-সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ৫ মার্চ দিন ধার্য করেন আদালত।
এ দিন জামিনে থাকা চার আসামি আদালতে হাজিরা দেন। হুমায়ুন খাদেম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
রাজধানীর বনানীর এফআর টাওয়ারের ১৫ তলা অনুমোদন থাকলেও নকশা জালিয়াতির মাধ্যমে ১৮ তলা ভবন নির্মাণের অভিযোগে ২০১৯ সালের ২৫ জুন দুদকের উপপরিচালক আবু বকর সিদ্দিক বাদী হয়ে মামলাটি করেন। একই বছরের ২৯ অক্টোবর পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তিনি।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply