February 2, 2025, 4:51 am

তথ্য ও সংবাদ শিরোনামঃ
মানবিক সহায়তায় মানব কল্যাণ পরিষদের কম্বল বিতরণ। ভালুকায় ৩১ দফা রুপরেখা বাস্তবায়নে বি এনপির লিফলেট বিতরণ। ২৯তম বই দিবস উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন। দ্বীপজেলা ভোলা রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধ ও ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নের দাবীতে মানববন্ধন। পর্দা নামলো আন্তর্জাতিক বাণিজ্য মেলার। ভালুকায় ত্যাগী যুবদল নেতাদের মিলনমেলা ও দোয়া মাহফিল। মনে পড়ে একজন আল্লামার কথা। -হামদুল্লাহ আল মেহেদী মুন্সিগঞ্জে অ্যাথলেটিকস ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত একদল একাত্তরে মানুষকে যুদ্ধের মধ্যে ঠেলে দিয়ে ভারতে চলে গেছে, আর একদল স্বাধীনতার বিরোধীতা করেছে। – তারেক রহমান ক্যালিফোর্নিয়ায় শ্রমিক পাঠাবে ওয়েদার এন্ড ক্লাইমেট চেইঞ্জ গ্রীন হাউস ইফেক্ট লিঃ আয়নাঘরের বন্দী ছিলাম, আমাকে ভয় দেখাবেন না : মোমিন মেহেদী ব্যর্থ উপদেষ্টাদের প্রতি ড. ইউনূসের ইমেজ নষ্ট করবেন না, পদ খোলা আছে পদত্যাগ করুন ……এ্যাডভোকেট আহমেদ আযম খান মুন্সিগঞ্জ জেলা স্টেডিয়ামে T-10 ক্রিকেট প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ভালুকায় রাতে বাড়ির মালিক কে জিম্মি করে ডাকাতি নির্বিচারে গ্রেপ্তার এবং প্রতিশোধমূলক সহিংসতা বন্ধের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ ভালুকায় তালা কেটে গরু চুরি, থানায় অভিযোগ ভালুকায় শ্রমিক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত মানব হিতৈষী সম্মাননা পেলেন মোঃ নূর কামাল মাথা থেকে জেদ শরীর থেকে মেদ অন্তর থেকে ভেদাভেদ” পরিহার করতে হবে – আলাল সিটি মেয়র ও ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক বা সমমান। ঈশ্বরগঞ্জের ওসি উবায়দুর রহমান ও আঠারোবাড়ী তদন্তকেন্দ্রের ইনচার্জ গোলাম কিবরিয়াকে ২৪ ঘন্টার মধ্যে অপসারণ করতে হবে।’ আমরা ঈশ্বরগঞ্জবাসী-ঢাকা। বৈদ্যুতিক লাইনে বিদ্যুৎ সরবরাহ কম মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ। ময়মনসিংহের ভালুকায় পিঠা উৎসব উদযাপন ২ মার্চ রাষ্ট্রীয়ভাবে পতাকা দিবস পালন করুন: বিচারপতি জয়নুল আবেদিন ইতিহাস কমিশন গঠন করুন : সৈয়দ মার্গুব মোর্শেদ দৈনিক ইয়াদ সম্পাদক তোফাজ্জল স্মরণে আলোচনা ও দোয়া সভা সাংবাদিকরা নীতি হারালে হেরে যাবে বাংলাদেশ বেনাপোল -যশোর মহা সড়কের গদখালী ফুল রাজ্যে হাইওয়ে পুলিশের ডিআইজি জাকারিয়ার মতবিনিময় সভা। মজলুম জননেতা মওলানা ভাসানী স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন দিবসের স্মৃতিচারণ আইলপাড়া এলাকায় মানব কল্যাণ পরিষদের কম্বল বিতরণ। আজিমপুরে শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে শীতবস্ত্র বিতরণ সীমান্তে ভারতীয় আগ্রাসন প্রতিরোধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে ….. শেখ রফিকুল ইসলাম বাবলু

ভালোবাসায় সিক্ত সোনার ছেলেরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

ভালোবাসায় সিক্ত সোনার ছেলেরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

নিজস্ব প্রতিবেদকঃ সকাল থেকেই গণমানুষের আনাগোনা ছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সেখানে সাজসাজ রব, উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। বিশ্বজয়ী সোনার ছেলেরা আসবে, অভিভাবক বিসিবির অপেক্ষার তর সইছিল না যেন! দুপুরের পর প্রায় তিনশ মোটরসাইকেল, মিনিবাস, মাইক্রোযোগে হাজারো মানুষ বিমানবন্দর অভিমুখে যাত্রা করেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ১২ কিলোমিটার পথে আপামর জনতার অভিবাদনে সিক্ত হয়েছে বিশ্বকাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

ঘড়ির কাঁটায় ৬টা ২৬ বাজতেই ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স’ পোস্টারে সাজানো মিনিবাসটি মিরপুর স্টেডিয়ামে প্রবেশ করে। তার আগেই ঘন্টা দেড়েক ধরে সমর্থকদের হর্ষধ্বনিতে মুখর ছিল স্টেডিয়াম প্রাঙ্গন। স্টেডিয়ামে এসেই আকবর বাহিনীকে নিয়ে বোর্ড রুমে মিটিংয়ে বসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। উল্লসিত জনতা ঠাঁই নেয় ভিআইপি গ্যালারিতে। ঢাক-ঢোলের বাদ্য, ‘বাংলাদেশ-বাংলাদেশ’, ‘চ্যাম্পিয়ন-চ্যাম্পিয়ন’ স্লোগানে কেঁপে উঠে গ্যালারি। ঠিক যেন বাংলাদেশ দলের আন্তর্জাতিক ম্যাচের সময়টার গ্যালারি। তুমুল করতালির মধ্য দিয়ে লাল গালিচা পেরিয়ে ট্রফিসহ মাঠে প্রবেশ করেন আকবর আলীর দল। বিসিবি সভাপতি, পরিচালকদের সঙ্গে নিয়ে কেক কাটেন আকবর। মিরপুরের আকাশে দেখা দেয় আতশবাজির ঝলকানি, উড়তে থাকে কনফেত্তি, সারা বাংলার আকাশে যেন একি ধ্বনি বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়ন।

উৎসবের এই রেশ কাটিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি, যুব দলের অধিনায়ক ও হেড কোচ। বিসিবির পরিচালকদের মধ্যে আকরাম খান, জালাল ইউনুস, মাহবুব আনাম, হানিফ ভূইয়া, আজম নাসির, ইসমাইল হায়দার মল্লিক, শফিউল আলম চৌধুরী নাদেল, খালেদ মাহমুদ সুজনরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী একবার কাপ দেখতে চেয়েছিলেন :যুবাদের বিশ্বজয় সম্পর্কে গতকাল সন্ধ্যায় সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেছেন, ‘এটার সাথে কোনো কিছুর তুলনা হয় না। বিশ্বকাপ বিশ্বকাপই। এটার স্বপ্ন ছিল আমাদের। তারা আমাদেরকে এনে দিয়েছে। এটা সবচেয়ে বড় অর্জন। তারা আমাদের গৌরব, ও অহংকার।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাপ দেখতে চেয়েছিলেন জানিয়ে নাজমুল হাসান পাপন বলেছেন, ‘২০১৭ সালে আমরা টেস্টে অস্ট্রেলিয়াকে হারাই। তারপর প্রধানমন্ত্রী বলেছিলেন, পাপন এবার একবার কাপ দেখতে চাই। তখন থেকেই মানে ৩ বছর আগে থেকে পরিকল্পনা করা, চেষ্টা শুরু হয়।’

সেমিফাইনাল জয়ের পরও আকবর-শরীফুলদের সঙ্গে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। বিসিবি সভাপতি বলেন, ‘সেমিফাইনালের পর অনেক রাতে প্রধানমন্ত্রী কথা বলেছেন ওদের সাথে। উনি বলেছেন, আমি ইতালি চলে যাচ্ছি। তবে তোমাদের খেলার খোঁজ রাখবো।’

বিশেষ অনূর্ধ্ব-২১ ইউনিট গঠন করা হবে :এই যুব দলকে নিয়ে অনূর্ধ্ব-২১ দল গঠন করবে বিসিবি। নাজমুল হাসান পাপন বলেন, ‘আমরা ঠিক করেছি অনূর্ধ্ব-২১ ইউনিট গঠন করবো। ২ বছর ওদের বিশেষ ট্রেনিং দিব। এই সময়ে প্রত্যেক খেলোয়াড় মাসে ১ লাখ টাকা করে পাবে। জাতীয় দলের জন্য যেন ওরা প্রস্তুত হতে পারে। বিদেশ সফরে পাঠানো হবে। ২ বছর পর তাদের পারফরম্যান্স রিভিউ করা হবে।’

কিছু পাওয়ার আশায় বিশ্বকাপে যাইনি: আকবর :বাংলাদেশকে প্রথম বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক আকবর বলেছেন, বিশেষ কিছু পাওয়ার আশায় বিশ্বকাপে যায়নি তার দল। গতকাল সংবাদ সম্মেলনে এই ক্রিকেটার বলেছেন, ‘কিছু পাওয়ার আশায় আমরা বিশ্বকাপে যাইনি যে বোর্ড থেকে অনেক কিছু আদায় করে নিব। আমাদের টার্গেট ছিল ফাইনাল খেলা।’

আমাদের প্রকাশিত তথ্য ও সংবাদ আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)

Design by Raytahost.com