সোমবার শুরু হওয়া এই সংঘাতে বেছে বেছে মুসলিমদের ওপর হামলা চালানো হয়েছে। হামলাকারীরা তাদের জয় শ্রী রাম ধ্বনি দিতে বলে মারধোর করেছে। তারা বলছে প্রশাসন তাদের পক্ষে না থাকায় তাদের মনে ভয় ঢুকে গেছে।
দুসস ডেস্কঃ ভারতের রাজধানী দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে সংঘর্ষ চলছে । আর এই সংঘর্ষে প্রায় ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দেড় শতাধিক মানুষ। আইনের সমর্থক ও বিরোধীদের মধ্যে সোমবার থেকে শুরু হওয়া এ সংঘর্ষে আহত হয়েছে শতাধিক লোক, বহু বাড়িঘর ও দোকানপাটে আগুন দেয়া হয়েছে।
এলাকার মুসলিমরা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেছেন, সোমবার শুরু হওয়া এই সংঘাতে বেছে বেছে মুসলিমদের ওপর হামলা চালানো হয়েছে। হামলাকারীরা তাদের জয় শ্রী রাম ধ্বনি দিতে বলে মারধোর করেছে। তারা বলছে প্রশাসন তাদের পক্ষে না থাকায় তাদের মনে ভয় ঢুকে গেছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply