নিজস্ব প্রতিবেদকঃ ইরানে বিষাক্ত মদপানে কমপক্ষে ৩৬ জন মারা গিয়েছেন। ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের রাজধানী শহর আহভাজে এই ঘটনা ঘটেছে। ইরনা নিউজের খবরে বলা হয়েছে, মদপান করলে করোনা ভাইরাসের সংক্রমণ হবে না— এমন গুজব রটার পর অনেকেই মদপান করেন এবং বিষাক্ত মদপানে এই হতাহতের ঘটনা ঘটেছে।
আহভাজ জন্ডি শাপুর বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল সায়েন্সের মুখপাত্র ড. আলী এহসানপুর ইরনাকে বলেন, মদ খেয়ে বেশ কিছু মানুষ বিষক্রিয়ার শিকার হয়েছেন। দেশের বিভিন্ন হাসপাতালে মদপানে অসুস্থ হয়ে অন্তত ২৭০ জন ভর্তি হয়েছেন।
বিষাক্ত মদ বেচাকেনার অভিযোগে পুলিশ সাত জনকে বিভিন্ন এলাকা থেকে আটক করেছেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply