আন্তর্জাতিক ডেস্কঃ পৃথিবী ব্যাপী করোনা ভাইরাস আতঙ্কে লকডাউন গোটা পৃথিবী। তথ্য মতে এই মুহূর্তে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৭ লক্ষ।
সংবাদ সংস্থা রয়টার্স থেকে পাওয়া তথ্যে এরই মধ্যে সবচেয়ে অবাক করা বিষয় হল, লকডাউনের পরিস্থিতিতে বিশ্বব্যাপি গাঁজার বিক্রি প্রায় দ্বিগুণ বেড়ে গিয়েছে। ইউরোপের বিভিন্ন দেশে, কানাডা ও আমেরিকায় গাঁজার বিক্রি আর চাহিদা প্রায় দ্বিগুণ বেড়ে গিয়েছে। গত বছর এই সময় গাঁজার যা চাহিদা ছিল তার ভিত্তিতে পাওয়া তথ্য বলছে, শুধু আমেরিকাতেই ১৬ থেকে ২২ মার্চ পর্যন্ত মধ্যে গাঁজার বিক্রি এক লাফে প্রায় ৫০ শতাংশ বেড়ে গিয়েছে। এমনকি চিকিৎসার কাজে লাগে এমন গাঁজার বিক্রিও বেড়েছে ৪১ শতাংশ। এই হিসেব করা হয়েছে গত বছর এই সময় যে চাহিদা ছিল তার ভিত্তিতে।
রিপোর্ট বলছে, বিগত দু’সপ্তাহে কানাডায় অনলাইনে গাঁজা বিক্রি প্রায় দ্বিগুণ বেড়ে গিয়েছে। ওষুধ, খাদ্যদ্রব্য, টয়লেট পেপার, হ্যান্ড স্যানিটাইজারের পাশাপাশি বাড়িতে গাঁজা মজুত করে রাখার হিড়িক পড়ে গিয়েছে ইউরোপের দেশগুলিতেও।
এছাড়া আমস্টার্ডামের বেশি কিছু কফি শপের বাইরে গাঁজা ভরা সিগারেট কেনার জন্য মানুষকে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতেও দেখা যাচ্ছে। অনলাইন বা অফলাইন—সর্বত্রই মানুষ হন্যে হয়ে গাঁজা খুঁজছেন এবং কিনছেনও।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply