কাতার প্রতিনিধিঃ আজ কাতারে করোনায় ভাইরাসে আবুল কাসেম (৫৮) নামে আরও এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। তার গ্রামের বাড়ি গাজীপুর। গত ২৪ ঘণ্টায় আরো ৮৮ জন করোনা ভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছে কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়, এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৭৮১ এ পৌঁছেছে। এবং আর ১১ জন রোগী সুস্থ হওয়ার খবর ঘোষণা করেছে। এ ছাড়া জনস্বাস্থ্য মন্ত্রণালয় আজ করোনাভাইরাস থেকে দ্বিতীয় মৃত্যুর ঘোষণা দিয়েছে। এই নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২ জনে।
হামদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং কাতার এয়ারওয়েজ আজ রাত ৯ টায় একটি যৌথ সংবাদ সম্মেলন করবে। এতে করোনা ভাইরাস মোকাবেলায় নেওয়া পদক্ষেপগুলি ব্যাখ্যা করবে এবং সমস্ত ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এটি কাতার টিভিতে সরাসরি সম্প্রচারিত হবে।
কাতার শ্রম ও সামাজিক বিষয়ক মন্ত্রণালয় শ্রমিকদের অভিযোগ গ্রহনের জন্য নতুন একটি হটলাইন চালু করেছে। শ্রম মন্ত্রণালয় বিষয়ক সহকারী উপ-সচিব মুহম্মদ হাসান আল ওবায়দলি বলেছেন বিভিন্ন ভাষাতে শ্রমিকদের সমস্যা সমাধানের জন্য নতুন এই পরিসেবা চালু করা হয়েছে।
তিনি আরও বলেন প্রবাসীরা এই ৯২৭২৭ নম্বর এ মেসেজ করে শ্রমিকদের সমস্যা সমাধানের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারবে। এছাড়া কাতার পেট্রোলিয়াম (কিউপি) এপ্রিলের মাসের জন্য সুপার, প্রিমিয়াম এবং ডিজেলের দাম কমিয়েছে।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি হাসপাতাল পরিদর্শন কালে বলেন সাম্প্রতিক সময়ে স্বাস্থ্য খাতে বিশাল অঙ্কের বিনিয়োগ করায় আজ আমরা সেই বিনিয়োগের ফসল পাচ্ছি,আজ আমাদের স্বাস্থ্য খাতটি উন্নত বিশ্বের প্রথম সারিতে। করোনা ভাইরাস মোকাবেলায় কাতার সর্বোত্তম চিকিৎসা সেবা দেয়ার জন্য প্রস্তুত।
কাতার স্বরাষ্ট্রমন্ত্রণালয় একটি নতুন বার্তায় জানিয়েছে যে কাতারে যে কোনও ধরণের জনসমাগম দন্ডনীয় অপরাধ,কাতারে মসজিদের সামনে বা বিল্ডিংয়ের ছাদে বা নিচে জামাত করে নামাজ আদায়ের উপর নিষেধাজ্ঞা রয়েছে। এবং সমুদ্র সৈকত, রাস্তার ধারে,
ওলিগলি, এবং রেস্তোঁরার সামনে জনসমাগম করা নিষেধাজ্ঞা রয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করলে দু লাখ রিয়াল জরিমানা বা তিনবছরের জেল হতে পারে। ২১ শে মার্চ, কাতারে কর্নিশ, পার্ক, সৈকত এবং ব্যক্তিগত ইভেন্টের মতো সর্বজনীন স্থানে সমস্ত ধরণের সমাবেশ নিষিদ্ধ করে। নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করতে করোনভাইরাস সীমাবদ্ধ করার প্রচেষ্টার অংশ ছিল এই পদক্ষেপ।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply