আরব প্রতিনিধিঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরবের মদিনায় তিন বাংলাদেশি মৃত্যু বরণ করেন। জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের আইন সহকারী মুমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এপর্যন্ত দুইজন বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জানতে পেরেছি। অপর আর একজন মারা গেছেন শুনেছি কিন্তু আমাদের কাছে এখনও সৌদি হাসপাতাল থেকে কোন কাগজপত্র আসেনি। যার কারণে বাকি এক জনের ব্যপারে নিশ্চিত হতে পারছি না।
আর যে দুই জনের মৃত্যু সংবাদ নিশ্চিত হয়েছি তাদের মধ্যে একজন ডাক্তার ও অপর একজন মদিনা আল সোলায়মান ফাহাদ কোম্পানিতে কর্মরত ছিলেন। মৃত ব্যক্তিরা হলেন- মদিনার একটি হাসপাতালে কর্মরত ডাক্তার আফাক হোসেন(৫৮), কোরবান আলী(৫৪) এবং মোহাম্মদ হাসান (৩৮)।
ডাক্তার আফাক হোসেন সপরিবারে আরবে মদিনায় সাফা আল মদিনা বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। তিনি সৌদি আরবের মদিনা শরীফের আওয়ালির সাথে আল যুযান নামক স্থানে থাকতেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply