সিঙ্গাপুর প্রতিনিধিঃ সিঙ্গাপুর লকডাউনে না গিয়ে প্রতিনিয়ত নতুন নতুন নির্দেশনা জারি করে করোনা ভাইরাস মোকাবিলা করছে৷ কেন সিঙ্গাপুর লকডাউনে যাচ্ছে না ? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উন্নয়নমন্ত্রী লরেন্স ওয়াং বলেন, লোকে শুধু প্রশ্ন করে কেন লকডাউনে যাচ্ছি না।
তারা বলে আপনি শুধু লকডাউনে যান অন্ততপক্ষে দুই সপ্তাহের জন্য লকডাউন করলে জনজীবনে স্বাভাবিকতা ফিরে আসবে৷ দুই সপ্তাহের জন্য লকডাউন করলেই যে আমরা ভাইরাস মুক্ত হয়ে যাবো এমনটা নয়। ভাইরাস থেকে মুক্তির জন্য কোন জাদুকরী সমাধান নেই৷
বেশ কয়েকটি দেশ মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াসহ জনসাধারণের চলাচলের জন্য সীমাবদ্ধতা জারি করেছে। ইউরোপের কিছু অংশ লকডাউন ঘোষণা করেছে। সিঙ্গাপুর শিগগিরই আরও “কঠোর পদক্ষেপ গ্রহণ করবে৷ তবে এত সহজে ভাইরাসটি নির্মূল করা যাবে না।
আমাদের দীর্ঘ সময়ের জন্য প্রস্তুতি নিতে হবে। আমাদের দীর্ঘ সময় এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে৷ সিঙ্গাপুর যে লকডাউনে যাচ্ছে না তা তার কথায় স্পষ্ট ফুটে উঠেছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply