আন্তর্জাতিক ডেস্কঃ সিঙ্গাপুরে গতকাল ক্যাপেল শিপইয়ার্ডকে নতুন ক্লাস্টার হিসেবে চিহ্নিত করা হয়েছে৷ গতকাল তিনজন করোনায় আক্রান্ত হন। এই রোগীদের সাথে যাদের সরাসরি কনট্রাক ছিলো এমন ১০০ জন ক্যাপেল শিপইয়ার্ড কর্মীকে১৪ দিনের (LOA = Leave of absence) ছুটিতে রাখা হয়েছে।
শুক্রবার ক্যাপেল শিপইয়ার্ডের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে, ৩০ শে মার্চ ক্যাপেল শিপইয়ার্ডের দু’জন কর্মচারী কোভিড -১৯ এর জন্য ইতিবাচক পরীক্ষা করেছিলেন এবং এখন তারা হাসপাতালে আছেন।
ক্যাপেল অফশোর এবং মেরিন সহায়ক সংস্থাটি আরও বলেছে এর আগেও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত গ্রাহক শিপইয়ার্ডের সাথে যুক্ত ছিল, তবে এটি “অন্যান্য সংস্থার পক্ষে মন্তব্য করতে অক্ষম” ছিল।
মুখপাত্র বলেছেন, যে সমস্ত অঞ্চলে সংক্রমিত ব্যক্তিদের সংস্পর্শে এসেছিল সেগুলি পুরোপুরি গভীরভাবে পরিষ্কার ও জীবাণুমুক্ত করা হয়েছে। আরও সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে, মুখপাত্র বলেছেন, ক্যাপেল শিপইয়ার্ডের টুয়াস ইয়ার্ডের কিছু অংশও বন্ধ করে দেওয়া হয়েছে।
এই বন্ধে ক্ষতিগ্রস্থ শ্রমিকদেরও ১ এপ্রিল থেকে ১৪ দিনের (LOA) অনুপস্থিতিতে ছুটি দেওয়া হয়েছে৷ এদের মধ্যে ক্যাপেলের ডাইরেক্টর (প্রত্যক্ষ) কর্মচারী এবং কনট্রাকটর
(আবাসিক ঠিকাদার) অন্তর্ভুক্ত রয়েছে৷
মুখপাত্র বলেন, ক্যাপেল শিপইয়ার্ড করোনায় আক্রান্ত কর্মচারী ও তাদের পরিবারকে “সম্পূর্ণ সমর্থন” প্রদান করে যাবে৷
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply