আজকে ৬ই এপ্রিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যমতে, সিঙ্গাপুরে আরো নতুন ৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৩৭৫
আজকের আক্রান্ত ৬৬ জনের মধ্যে ১ জন বাহিরের দেশের সাথে লিংক রয়েছে। ৬৫ জন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছে৷ এরমধ্যে ২৪ জন শ্রমিকদের থাকার জায়গা ডরমিটরির সাথে লিংক রয়েছে৷ আর ১১ ডরমিটরির বাহিরে থেকে আক্রান্ত হয়েছেন।
আজকে ২৪ জন চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। এই নিয়ে সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৩৪৪ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন৷
৫৭১ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে আইসিইউতে রেখে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
৪৫৪ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য কনকর্ড ইন্টারন্যাশনাল হাসপাতাল, মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, গ্লেনেগল হাসপাতাল এবং দ্য কমিউনিটি আইসোলেশন ফ্যাকাল্টি অ্যাট ডিজোর্টে চিকিৎসা দেওয়া হচ্ছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply