নিজস্ব প্রতিনিধিঃ শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় ভোজেশ্বর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তার অফিসে টাকা ছাড়া কোনো কাজই হয় না। ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণ, ঘুষ গ্রহণ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। উক্ত ভূমি অফিসের ভূমি কর্মকর্তা নামজারি, নামপত্তন ও খাজনার রশিদ দেয়ার ক্ষেত্রে নির্ধারিত ফি এর চেয়ে শতগুণ বেশি টাকা আদায় করছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় ভুক্তভোগীরা। স্থানীয় ভুক্তভোগীদের কাছথেকে জানা যায়, নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আবদুস সালাম খান দুই বছর যাবৎ ভোজেশ্বর ইউনিয়ন ভূমি অফিসে যোগদান করেন। উক্ত ভূমি অফিসের আওতায় ভোজেশ্বর, বিঝারী, জপসা ও শরীয়তপুর সদর উপজেলার পালং ইউনিয়নের ২টি ওয়ার্ড এবং আটিপাড়া মৌজা রয়েছে। উক্ত এলাকার জমির মালিকরা নামজারি (মিউটেশন) ও খাজনা এই অফিসে প্রদান করে থাকেন। উক্ত অফিসে সেবা প্রার্থীগণ আবেদন জমা দেয়ার পর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আবদুস সালাম খান নানা ত্রুটির অজুহাতে দেখিয়ে লাখ লাখ টাকা ঘুষ দাবি করেন। খাজনার টাকা জমা দিতে গেলে রসিদে উল্লেখিত টাকা ছাড়াও অতিরিক্ত টাকা আদায় করে থাকেন। তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে যে ঘুষের টাকা না দিলে ফাইল ছুঁড়ে ফেলে দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এছাড়াও এই ভূমি অফিসের অধীনে কীর্তিনাশা নদী ও আশপাশের হাওর বাঁওড়ে অবৈধ ড্রেজারের অনুমতি দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন তিনি। অনেক সময় মোটা অংকের টাকা দিয়েও মাসের পর মাস মিউটেশন পাওয়ার জন্য তার পেছনে ঘুরতে হচ্ছে। জানা যায় চলতি বছরের ১৮ মার্চ শরীয়তপুর সদর উপজেলার আটিপাড়া গ্রামের তোফাজ্জল হোসেন খান ৩৫নং আচুড়া মৌজার ৯৩নং দাগের ৬২ শতাংশ জমি মিউটেশন করার জন্য আবেদন নিয়ে ভোজেশ্বর ইউনিয়ন ভূমি অফিসে যান। সেখানে কর্মরত ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আবদুস সালাম খান তার কাছে মিউটেশন বাবদ ২ লাখ টাকা ঘুষ দাবি করেন। এতো টাকা দিতে অস্বীকার করায় ভূমি সহকারী কর্মকর্তা তাকে অকথ্য ভাষায় গালি দিয়ে আবেদনপত্র ছুড়ে ফেলে দেন। অনেক অনুনয় বিনয় করার পরেও তাকে গালিগালাজ করে অফিস থেকে তাড়িয়ে দেন। এ বিষয়ে ভুক্তভোগী তোফাজ্জল হোসেন খান ও বাবুল হোসেন খান শরীয়তপুর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। এ বিষয়ে জানতে চাইলে ভোজেশ্বর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আবদুস সালাম খান বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আমি কোনো টাকা দাবি করিনি।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply