সিঙ্গাপুর থেকে সোহেল রানা মিঠু: সিঙ্গাপুরে নতুন করে ৩৮৬ জন আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ২০৭ জনই বাংলাদেশি। সোমবার ২০৭ জনসহ এখন পর্যন্ত কোভিড -১৯ এ বাংলাদেশি আক্রান্ত হয়েছে ৮৭৬ জন। সিঙ্গাপুরে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৯১৮ জন।
সোমবার বিকেলে কোভিড -১৯ সংক্রমণের কারণে জটিলতায় আক্রান্ত হয়ে ৬৫ বছর বয়সী পুরুষ সিঙ্গাপুর নাগরিকও মারা গেছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় (এমওএইচ) তার প্রতিদিনের আপডেটে জানিয়েছে। এ পর্যন্ত সিঙ্গাপুরের কোভিড -১৯ এর মৃত্যুর সংখ্যা ৯ জন
চারটি নতুন ক্লাস্টার এছাড়াও জালান কুবুরের এবিসি হোস্টেলে এবং অন্য দুটি ডরমেটরির মধ্যে রয়েছে বলে জানা গেছে। নতুন আক্রান্তের মধ্যে ২৮০ জন বিদ্যমান ক্লাস্টারের সাথে যুক্ত, তাদের বেশিরভাগ অংশই ডরমেটরির ওয়ার্ক পারমিট ধারক। ১২ জন পূর্ববর্তী আক্রান্তের সাথে যুক্ত, যার মধ্যে ৭ জন সিঙ্গাপুর নাগরিক বা স্থায়ী বাসিন্দা এবং ৫ জন ওয়ার্ক পারমিট ধারক।
৯৪ জন পূর্ববর্তী আক্রান্ত রোগীর সাথে কোনও লিঙ্ক নেই, এর মধ্যে ২১ জন সিঙ্গাপুর নাগরিক বা স্থায়ী বাসিন্দা, ৫ জন এস পাস হোল্ডার, ৬৪ জন ওয়ার্ক পারমিট হোল্ডার এবং বাকিরা লং টার্ম পাস হোল্ডার।
এমওএইচ জানিয়েছে, আজকে ২৬ জন আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাসায় ফিরেছে এবং ৫৮৬ জন সংক্রমণ থেকে পুরোপুরি সেরে গেছে এবং হাসপাতাল থেকে বাসায় পাঠানো হয়েছে।
এখনও নিশ্চিত হাসপাতালে থাকা ১১৫৮ জন আক্রান্ত রোগী মধ্যে বেশিরভাগ স্থিতিশীল বা উন্নতির পথে। নিবিড় পরিচর্যা ইউনিটে ২৯ জনের অবস্থা আশঙ্কাজনক। ১১৬৫ জন ক্লিনিক্যালি ভাল তবে এখনও কোভিড -১৯ এর জন্য ইতিবাচক তাই এদের হাসপাতালে রেখে যত্ন নেওয়া হচ্ছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply