নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। নিহতরা হল- নুর মোহম্মদ (২৮) ও মো. রফিক (২৬)।
শনিবার ভোররাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া সীমান্ত এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে ।
পুলিশের দাবি, নিহত নুর মোহম্মদ ও রফিক মাদক ব্যবসায়ী। তারা উখিয়ার থাইংখালী রোহিঙ্গা শিবিরের বাসিন্দা ছিল। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, তার নেতৃত্বে পুলিশের একটি দল উলুবনিয়া এলাকায় পৌঁছালে রোহিঙ্গা মাদক কারবারিরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে দুই রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়।
তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জাকারিয়া মাহমুদ জানিয়েছেন ভোররাতে পুলিশ গুলিবিদ্ধ দুই রোহিঙ্গা যুবককে নিয়ে আসে। এসময় তাদের কক্সবাজারে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply