বৃহস্পতিবার শরীয়তপুরের ভেদরগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষ থেকে ২৫০ পরিবারে খাদ্য সহায়তা দেওয়া হয়। বীর মুক্তিযোদ্ধার সন্তানরা ঘরবন্দি অসহায় ও দরিদ্র মানুষের ঘরে ঘরে গিয়ে এসব ত্রাণসামগ্রী পৌঁছে দেন। কিন্তু ত্রাণসামগ্রী বিতরণের সময় কোন ছবি তোলা হয়নি। এমনকি ফেসবুকে ত্রাণগ্রহীতাকে নিয়ে কোন ছবিও ফেসবুকে পোস্ট দেওয়া ।
ভেদরগঞ্জ থানা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতারা জানিয়েছেন, সারাদেশে মানুষ ত্রাণ বিতরণের নামে আত্মপ্রচারে আগ্রহী হয়ে উঠেছে। তাই আমরা আমাদের সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সিদ্ধান্ত নিয়েছি ত্রাণসামগ্রী হাতে তুলে দেওয়ার কোন ছবি আমরা তুলবো না। ত্রাণ গ্রহীতার কোন ছবিও প্রকাশ করবো না। ত্রাণ গ্রহীতা সামাজিকভাবে যাতে হেয় না হয়, সেজন্যই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।
উপজেলার ভেরদগঞ্জ পৌরসভা, রামভদ্রপুর, নারায়নপুর, মহিষার ও ছয়গাও ইউনিয়নের বিভিন্ন গ্রামের দরিদ্রদের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণের সময় স্থানীয় মুক্তিযোদ্ধা ও শরীয়তপুর জেলা ও ভেদরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply