ঠান্ডা, সর্দি কাশি, পেটের পীড়া, ডায়রিয়া আমশা ইত্যাদি রোগ গুলোকে আমরা যেভাবে স্বাভাবিক মনে আমাদের দেহে প্রতিনিয়ত পুঁষে রাখি, আর একটু উপসর্গ বেড়েগেলে যেভাবে সাধারণ চিক্যিত্সা নেই, ঠিক তেমনি ভাবে বর্তমান বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসকে ভীতিকর আতঙ্কে নয়, স্বাভাবিক ভাবে উপরুল্লেখিত রোগগুলোর মতো ভেবে নিয়ে, নিয়মিত স্বাস্থ বিধি মেনে, সর্বক্ষণ গরম পানি, মধু মিশ্রিত আদা লেবু ও লবঙ্গ চা, নাকে মুখে ফুটানো গরম পানির ভাঁপ, আর সঙ্গে ৩ বেলা এক চা চামুচ কালোজিরা ও এক চা চামুচ খাঁটি মধু সেবনে কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে আপনি সক্ষম হবেন ইনশা আল্লাহ।
সুতরাং, আতঙ্ক নয়, সময় এবং জীবন থেমে থাকবে না, ধৈর্য্য ও সাহসের সঙ্গে উল্লেখিত পন্থায় সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা করোনাকে ঠান্ডা জ্বরের মতো ভাসিয়ে দিবো ! এমনই মনোভাব তৈরী হোক আমাদের সকলের মনে, নিয়মিত স্বাস্থ্য বিধি মেনে কর্মচঞ্চল হয়ে উঠুক আমাদের বাংলাদেশ।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply