করোনা ভাইরাসের মত দুর্যোগে সারাদেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সরকার । এ পর্যন্ত সারা দেশে সোয়া এক কোটির বেশি পরিবারের ছয় কোটির বেশি মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছে সরকার ।
৬৪ জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ২৮ মে পর্যন্ত সারাদেশে জিআর চাল বরাদ্দ দেয়া হয়েছে এক লক্ষ ৮২ হাজার ৬৭ মেট্রিক টন এবং বিতরণ করা হয়েছে এক লক্ষ ৬২ হাজার ১৯৩ মেট্রিক টন । এতে উপকারভোগী পরিবার সংখ্যা ১ কোটি ৩৬ লক্ষ ১৩ হাজার ১৮৭ টি এবং উপকারভোগী লোকসংখ্যা ৬ কোটি ৮ লক্ষ ৪২ হাজার ৯০৩ জন
নগদ বরাদ্দ দেয়া হয়েছে প্রায় ১০৫ কোটি টাকা । এরমধ্যে জি আর নগদ বরাদ্দ দেয়া হয়েছে ৮১ কোটি ৭৩ লক্ষ ৭২ হাজার ২৬৪ টাকা এবং বিতরণ করা হয়েছে ৭২ কোটি ৩৫ লক্ষ ২৬ হাজার ৬০১ টাকা । এতে উপকারভোগীর পরিবার সংখ্যা ৮০ লক্ষ ২৬ হাজার ৬১৬ টি এবং উপকারভোগী লোক সংখ্যা ৩ কোটি ৭৫ লক্ষ ১০ হাজার ৮৫৮ জন । শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ ২২ কোটি ৩৪ লক্ষ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ১৮ কোটি ২১ লক্ষ ৬৫ হাজার ২২০ টাকা । এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৫ লক্ষ ৮৩ হাজার ৩২৩ টি এবং লোক সংখ্যা ১২ লক্ষ ৪৪ হাজার ৮৭৮ জন ।
তথ্যবিবরণী নম্বর : ১৯৪৬, বাংলাদেশ আওয়ামীলীগ, ঢাকা, ১৫ জ্যৈষ্ঠ ২৯ মে ২০২০ খ্রি:
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply