প্রতারণা ও জালিয়াতির অভিযোগে বরিশাল সদর আসনের এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের সদ্য অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিগত কর্মকর্তা মো. হাদিস মীরকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার গভীর রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার কর্মকর্তারা বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়া এলাকার ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।
এর আগে মঙ্গলবার পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে মো. হাদিস মীরকে পানি সম্পদ প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
একই মন্ত্রণালয় ২০১৯ সালের ২৯ জানুয়ারী প্রতিমন্ত্রীর প্রিভিলেজ স্টাফ হিসেবে হাদিস মীরকে প্রতিমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী তার ব্যক্তিগত কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয় বলে জানা যায়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিম-উল করিম বৃহস্পতিবার রাতে জানান, বুধবার গভীর রাতে বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়া এলাকার ভাড়া বাসা থেকে হাদিস মীরকে আটক করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার কর্মকর্তারা। গ্রেপ্তারের সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহায়তা নেওয়া হয়। গ্রেপ্তারের পরপরই তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা কর্মকর্তারা।
তবে তাকে আটকের সুনির্দিষ্ট কারণ জানাতে পারেননি কাউনিয়া থানার ওসি।
নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা থাকাকালে মো. হাদিস মীর বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তার কাছে ই-মেইল পাঠিয়ে প্রতারণার মাধ্যমে প্রচুর অর্থ হাতিয়ে নিয়েছেন। এ ছাড়া বরিশাল সদর আসনে টিআর-কাবিখাসহ সামাজিক নিরাপত্তার সহায়তা বিতরণের নামে কৌশলে আর্থিক সুবিধা আদায় করে মো. হাদিস মীর। বিষয়টি পানিসম্পদ প্রতিমন্ত্রী অবহিত হলে মঙ্গলবার তার নির্দেশে বিতর্কিত ব্যক্তিগত কর্মকর্তা মো. হাদিস মীরকে অব্যাহতি দেয় মন্ত্রণালয়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply