শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান থাকবে, নিয়মিত লেখাপড়ার সংস্পর্শে থাকতে হবে। অভিভাবকদের প্রতি আহ্বান থাকবে, আপনারা নিজেরা বা আত্মীয়-স্বজনরদের মাধ্যমে বাচ্চাদের একটু গাইড করতে পারেন, তাদেরকে একটু নিয়মিত পড়াশোনার মধ্যে রাখতে পারেন।
এরপরও যারা একটু পিছিয়ে যাবে, পরিবেশ অনুকূলে আসার পর তা পুষিয়ে দেয়ার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। এটি মনে রাখতে হবে, একাত্তরে আমরা দেশমাতৃকার জন্য যুদ্ধ করেছিলাম। এখনও কিন্তু সারা বিশ্ব একটি জীবন-মরণ যুদ্ধের মধ্যে আছে। এরকম যুদ্ধ-পরিস্থিতিতে সবকিছু স্বাভাবিক চলবে, এটা তো মনে করার কোন যৌক্তিক কারণ নেই।
সারা বিশ্বেই শিক্ষা ব্যবস্থায় একটা বিরাট রকমের সংকট তৈরি হয়েছে। সবাই অনলাইনে এবং টিভি চ্যানেলসহ অন্যান্য মাধ্যমে সে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আমাদের এখানে যে সংকট, উন্নত বিশ্বেও একই সংকট আছে। তারপর যেটুকু ঘাটতি থাকবে, সেটা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে যাওয়ার পর আমরা চেষ্টা করবো পুষিয়ে দিতে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply