বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যদিও আতঙ্কে ইউনিটে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিত্সাধীন রোগীরা ভবনের সামনের মাঠে অবস্থান নেয়।
ফায়ার সার্ভিস ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বৈদুতিক গোলযোগের কারণে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে করোনাভাইরাস ইউনিটে আগুন লাগে। মুহুর্তেই চিকিৎসাধীন রোগীরা চিৎকার এবং হুড়োহুড়ি শুরু করে দেয়। তারা ইউনিট থেকে বের হয়ে ভবনের সামনের মাঠে অবস্থান নেয়।
পরে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দিলে আগুন নিভে যায়। ধারণা করা হচ্ছে চিকিৎসাধীন রোগীরা একাধিক বৈদ্যুতিক হিটার ব্যবহার করায় ফিউজ পুড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply