অভিভাবকদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে পাঠানো হয়েছে পরীক্ষার রুটিন। স্কুল থেকে প্রশ্ন তৈরি করে খামে ভরে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে প্রশ্নপত্র ও খাতা (উত্তরপত্র)। আর সেই প্রশ্নপত্র দিয়ে বাড়িতেই নির্দিষ্ট সময়ে সন্তানদের পরীক্ষা নিচ্ছেন অভিভাবকেরা।
করো’না পরিস্থিতিতে শিক্ষাব্যবস্থা স্থবির হয়ে পড়ায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিতে এভাবেই বিশেষ ব্যবস্থায় বাড়িতেই পরীক্ষা নেওয়া শুরু করেছে পঞ্চগড়ের আটোয়ারী উপজে’লার রাধানগর বালিকা উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ।
গত সোমবার থেকে অষ্টম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মডেল টেস্ট পরীক্ষা গ্রহণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি শ্রেণির ছা’ত্রীদের এই পদ্ধতিতে মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এতে কোনো পরীক্ষার ফি গ্রহণ করা হচ্ছে না।
জে’লার আটোয়ারী উপজে’লার রাধানগর ইউনিয়নে ১৯৯১ সালে স্থাপিত হয় রাধানগর বালিকা উচ্চবিদ্যালয়। বর্তমানে স্কুলটিতে ৩১৬ জন ছা’ত্রী রয়েছে।
করো’না পরিস্থিতির কারণে সারা দেশের অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো গত ১৭ মা’র্চ থেকে বন্ধ রয়েছে এই শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘদিন বন্ধ থাকায় নিয়মিত পাঠদান না হওয়ায় শিক্ষার্থীরা পড়াশোনা থেকে দূরে সরে যেতে শুরু করেছে। শিক্ষার্থীদের নিয়মিত চর্চার মধ্যে রাখতেই বাড়িতে বাড়িতে পরীক্ষা গ্রহণের উদ্যোগ নেন শিক্ষকেরা। আর এই সিদ্ধান্তের কথা মুঠোফোনে জানিয়ে দেওয়া হয় অভিভাবকদের।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply