গাজী নজরুল ইসলাম ডিপটি, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়নগঞ্জ নাগোরিক কমিটি ওয়াসা হাটাও নামে একটি কমিটি করেছিলেন। কারনটা ছিলো নারায়নগঞ্জে ডিপ টিউবওয়েলের বিল দিবো না, এবং নুতুন করে ওয়াসা থেকে ডিমান্ড নোট করে টাকা জমাদিবো না, এই ধরনে কোনো আইন নারায়নগঞ্জ বাসি মানতে নারাজ বলে নারায়নগঞ্জ বাসির হয়ে নাগরিক কমিটি আন্দোলন করেছে বহুদিন। এবং হাইকোর্টে মামলাও করেছেন। এই কথাটা নারায়নগঞ্জ বাসি এমন কি সারা বাংলাদেশের মানুষ যানে।
অথচ তাদের আন্দোলনের পর এখন সিটি কর্পোরেশন ওয়াসা বুঝে নিয়েছেন এমনটাই শুনাযাচ্ছে। এবং সিটি কর্পোরেশন গত দুই তিন দিন আগে অন লাইনে সার্কুলার দিয়েছেন, অবৈধ হাউজ লাইন বৈধ করন সহ ডিপ টিউবওয়েলের অবৈধ লাইন বৈধ করার ঘোষণা দিয়েছেন।
এই প্রেক্ষিতে এখন জনসাধারণ অর্থাৎ গ্রাহকদের প্রশ্ন, বিগত দিন গুলিতে আমরা যে আন্দোলন করেছি, আমরা ডিপ টিউবওয়েলের কোনো বিল দিবো না, এখন সিটি কর্পোরেশন ঘোষণা দেয়ার পর কোথায় নারায়নগঞ্জ নাগরিক কমিটি ? এখন চুপ কেনো তারা ? এখন আন্দোলন মানতেছে না এমন কি সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তার সাথে বা আমাদের জন প্রতিনিধির সাথে দেখা করেছেন এমন কোনো খবরও পাওয়া যাচ্ছে না।
আমাদের এখন নাগরিক কমিটির কাছে প্রশ্ন বিগত দিন গুলিতে আন্দোলন করে কি দিলেন নারায়নগঞ্জ বাসি কে ? কেনো নিরবতা ? তাহলে আমরা কি ধরেনিবো, নাগরিক কমিটি সিটি কর্পোরেশনের কাছ থেকে ঠিকাদারি নিয়েছিলেন ওয়াসা হাটাও কমিটির নামে ? নারায়ণগঞ্জ বাসি নাগরিক কমিটির কাছে জবাব চায়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply