ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি; ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোহেলী শারমিনের হাসপাতাল ব্যবস্থাপনায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ৫ সদস্যের তদন্ত বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির সদস্য ভালুকা প্রেসক্লাবের সভাপতি এসএম শাহজাহান সেলিম।
সূত্রে জানা গেছে, ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে বেশ কিছু অভিযোগ থাকায় গত শনিবার হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেখানে হাসপাতালের নিরাপত্তা, সীমাণা প্রাচীর নির্মাণ,করোনার এই দুর্যোগময় সময়ে হাসপাতালে দালালদের উৎপাত বেড়ে যাওয়াসহ হাসপাতালের আব্যন্তরীণ ব্যয় নিয়ে নানা ধরনের অনিয়ম ধরা পড়ে ব্যবস্থাপনা কমিটির কাছে। পরে উপজেলা স্বাস্থ্য কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন। কমিটির আহ্বায়ক করা হয়েছে ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল, ভালুকা পৌরসভার মেয়র একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম,ভালুকা প্রেসক্লাবের সভাপতি এসএম শাহজাহান সেলিম ও স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী আব্দুল মোতালেব। এই কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটির বিষয়ে ইউএনও মাসুদ কামাল বলেন, কমিটির বিষয়ে এখনো কোনো চিঠি পাইনি। চিঠি প্রাপ্তির পর এ নিয়ে বলতে পারব।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply