টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে করোনায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। তারা দু’জনেই টাঙ্গাইল সদর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মুত্যু হলো ২৪ জনের। নতুন করে আরো ৫৫ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হলেন এক হাজার ৪০৩ জন। এ দিন আরো ১৭ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। জেলায় বর্তমানে চিকিৎসাধীন আছেন ৬৩৮ জন এবং সুস্থ হয়েছেন ৭৪১ জন।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা: মোহাম্মদ ওয়াহীদুজ্জামান জানান, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে সর্বোচ্চ ৪৪ জন, বাসাইলে পাঁচজন, কালিহাতীতে দুইজন, নাগরপুর, মির্জাপুর, মধুপুর ও গোপালপুরে রয়েছেন একজন করে। এর মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় দুইজনের মৃত্যু হয়েছে।
বিভিন্ন উপজেলায় আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে সর্বোচ্চ ৪৭৭ জন, মির্জাপুরে ৩৫৭ জন, ভূঞাপুরে ৫৫ জন, ঘাটাইলে ৫১ জন, নাগরপুরে ৫০ জন, মধুপুরে ৯৬ জন, সখিপুরে ৬১ জন, গোপালপুরে ৫৪ জন, দেলদুয়ারে ৬৩ জন, ধনবাড়িতে ৩৭ জন, কালিহাতীতে ৬৯ জন এবং বাসাইলে ৩৪ জন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply