নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় এপেক্স ফুটওয়্যার লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা চলতি মাসের বেতন এবং ঈদের ছুটি বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এ সময় কারখানার আসবাবপত্র ও মহাসড়কে কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।
পুলিশ জানায়, কারখানা কর্তৃপক্ষ শনিবার সকালে অনুষ্ঠিত এক সভায় শ্রমিকদের ঈদের বোনাস ও ঈদের ছুটি চারদিন দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। এ সময় শ্রমিকরা বোনাসের সঙ্গে চলতি মাসের বেতন ও ঈদের ছুটি বৃদ্ধির দাবি জানায়। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি উপেক্ষা করে তাদের অবস্থানে অটল থাকে।
রবিবার সকালে শ্রমিকরা কারখানায় এসে বিষয়টি জানতে পেরে কর্মবিরতি শুরু করে। এক পর্যায়ে তারা কারখানার ভিতরে বিক্ষোভ করতে থাকে। এ সময় শ্রমিকরা কারখানার ফ্যাক্টরি ম্যানেজার মিস্টার সাংগিত, এইচ আর ম্যানেজার কামাল হোসেন, মো. হারুন অর রশীদ ও মো. রফিকুল ইসলামের পদত্যাগ দাবি করে।
এক পর্যায়ে শ্রমিকরা মেশিন ও গুরুত্বপূর্ণ অফিসসহ কারখানার মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় শ্রমিকদের হামলায় কারখানার এইচআর ম্যানেজার কামাল হোসেন আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর সকাল ১০টার দিকে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও গাগি ভাংচুর থাকে। ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ-২, কালিয়াকৈর থানা ও মৌচাক ফাঁড়ি পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর শিল্প পুলিশের ওসি ইসলাম হোসেন বলেন, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। বিষয়টি নিষ্পত্তির জন্য পুলিশ, কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সমন্বয়ে একটি সভা চলছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply