চট্টগ্রামের আনোয়ারায় ইয়াবাসহ গ্রেপ্তার চারজনকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে বুধবার রাতে অভিযান চালিয়ে উপজেলার তৈলারদ্বীপ গ্রামের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে নুরুল কবির (৪৫), একই ইউনিয়নের বারখাইন গ্রামের মৃত মো.শরীফের ছেলে মোহাম্মদ ছৈয়দ (৩৬), হাইলধর ইউনিয়নের মালঘর গ্রামের মৃত নুরুল আলমের ছেলে আলমগীর আলম (২৮) ও একই ইউনিয়নের হাইলধর গ্রামের খোকন গুপ্তের ছেলে নয়ন গুপ্ত (২৭)।
তার মধ্যে নুরুল কবির দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিলেন বলে জনশ্রুতি রয়েছে। অপর তিনজন ইয়াবা কেনার জন্য নুরুল কবিরের বাড়িতে আসছিলেন।
আনোয়ারা থানার এসআই খায়রুজ্জামান ও এএসআই হান্নান মজুমদার জানান,গোপন সংবাদের ভিত্তিতে ৭০০ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল কবির ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। অপর তিনজন তার বাড়িতে ইয়াবা কেনে সেবন করছিলেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, ইয়াবাসহ গ্রেপ্তার চারজনকে মাদক আইনের মামলায় বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়। এরপর বিজ্ঞ বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply