ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির অবস্থা এখনো সঙ্কটজনক। শনিবার দিল্লির সেনা হাসপাতাল জানিয়েছে, প্রণব মুখার্জির অবস্থা অপরিবর্তিত। তাকে ভেন্টিলেশনেই রাখা হয়েছে। তবে তার স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ মাপকাঠিগুলি স্থিতিশীল।
এদিকে শনিবার গত বছরের স্বাধীনতা দিবসে তোলা ছবি টুইট করে প্রণব মুখার্জির কন্যা শর্মিষ্ঠা লিখেছেন, ছোটবেলায় গ্রামের বাড়িতে প্রণব ও তার ভাই জাতীয় পতাকা উত্তোলন করতেন। তখন থেকে কোনও বছর বাদ যায়নি।
শর্মিষ্ঠা আরও লিখেছেন, আমি নিশ্চিত, আগামী বছরও উনি স্বাধীনতা দিবস উদযাপন করবেন।
গত ১০ আগস্ট টুইটারে ভারতের এই সাবেক রাষ্ট্রপতি জানান, অন্য এক দরকারে হাসপাতালে গিয়েছিলেন। তখনই তার করোনা পরীক্ষা হয়। তাতে দেখা যায় তিনি করোনা পজিটিভ।
সে সময়য় তিনি টুইটারে আরও লিখেছেন, গত এক সপ্তাহে যারা আমার সংস্পর্শে এসেছেন, সবাই দয়া করে সেলফ আইসোলেসনে থাকুন এবং করোনা পরীক্ষা করুণ।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply