করোনা মহামারিতে অনিয়ম ও দুর্নীতির ঘটনা সামনে আসার পর ওএসডি হওয়া স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আমিনুল হাসানকে পদায়ন করেছে মন্ত্রণালয়। তাকে ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে।
সোমবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তার পদায়নের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। তবে এ প্রজ্ঞাপন জারি করা হয় রবিবার।
স্বাস্থ্য অধিদফতরের উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ পদায়নের কথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিন কার্যদিবসের মধ্যে বদলি/পদায়নকৃত কর্মকর্তা নতুন কর্মস্থলে যোগদান করবেন।
অনুমোদহীন রিজেন্ট হাসপাতালের কেলেঙ্কারি, নানা অনিয়ম ও দুর্নীতির ঘটনায় সমালোচনার মুখে ২১ জুলাই আমিনুল হাসানকে স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক পদ থেকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল।
তবে দুর্নীতির ঘটনার কম সময়ের মধ্যেই ওএসডিকৃত এই কর্মকর্তাকে পদায়ন করা হলো।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply