টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে ১০৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইন’সহ এক মহিলা (লেডি) মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২, সিপিসি-৩, কোম্পানী।
র্যাব-১২, সিপিসি-৩,কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রওশন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।রবিবার (০৬ সেপ্টেম্বর) রাত পৌণে ১২টার দিকে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি হল, মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের নগর ছাওয়ালী গ্রামের মো. রিমন খান (৩৫) এর স্ত্রী মোছা. মর্জিনা খাতুন (৩০)।এসময় তার কাছ থেকে ১টি মোবাইল সেট, ১টি সিমকার্ড ও নগদ দুই হাজার টাকাও উদ্ধার করে র্যাব।
এ প্রসঙ্গে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার সিনিঃ সহকারী পুলিশ সুপার মো. রওশন আলী জানান, গ্রেপ্তারকৃত আসামী মোছা. মর্জিনা খাতুন মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে মাদক ব্যবসা পরিচালনা করে থাকে।সে জেলার মির্জাপুর উপজেলাসহ আশপাশ এলাকায় মাদক সেবী ও ব্যবসায়ীদের নিকট ইয়াবা ও হেরোইন সরবরাহ করে।মোছা. মর্জিনা খাতুন চাহিদা অনুযায়ী পাইকারী ও খুচরা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কাছে হেরোইন এবং ইয়াবা সরবরাহ করে থাকে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply