বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ‘বাংলাদেশে নন-জিওস্টেশনারি অরবিট (এনজিএসও) স্যাটেলাইট সেবা প্রদানকারীদের জন্য প্রণীত খসড়া রেগুলেটরি ও লাইসেন্সিং গাইডলাইনস’ শিরোনামে নতুন নির্দেশিকা তৈরি করেছে। যার উপর মতামত দেওয়ার জন্য এরই মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
নতুন ওই নির্দেশিকায় বিদেশি প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স দেওয়া ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্তের কথা বলা হয়েছে। বিটিআরসির স্পেকট্রাম বিভাগের পরিচালক ড. মো. সোহেল রানার সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশের ভূখণ্ডে যেকোনো ধরনের স্যাটেলাইটভিত্তিক সেবা দেওয়ার জন্য টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন-২০০১ অনুযায়ী বিটিআরসির লাইসেন্স নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে এখন পর্যন্ত নন-জিওস্টেশনারি অরবিট (এনজিএসও) স্যাটেলাইট সেবা দেওয়ার জন্য কোনো প্রতিষ্ঠানকে লাইসেন্স বা অনুমতি দেওয়া হয়নি।
এতে আরও বলা হয়েছে, বৈশ্বিক প্রযুক্তিগত ক্রমবিকাশের ফলে টেলিযোগাযোগ খাতে এনজিএসও স্যাটেলাইট সেবা অত্যন্ত দ্রুততার সঙ্গে প্রসার লাভ করছে। এই পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে এনজিএসও স্যাটেলাইট সেবা কীভাবে দেওয়া যেতে পারে, তার জন্য কমিশন থেকে রেগুলেটরি অ্যান্ড লাইসেন্সিং গাইডলাইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। যার অংশ হিসেবে ইতোমধ্যে একটি খসড়া গাইডলাইন প্রণয়ন করা হয়েছে।
খসড়া গাইডলাইনটি সর্বসাধারণের অবগতি এবং মতামতের জন্য কমিশনের ওয়েবসাইটের (www.btrc.gov.bd) নোটিশবোর্ডে প্রকাশ করা হয়েছে।
খসড়া গাইডলাইনের উপর মতামত জানানো যাবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। মতামত পাঠানো যাবে- mehfuz@btrc.gov.bd ও zakaria@btrc.gov.bd ই-মেইল আইডিতে।
বিটিআরসির নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, এজিএসও লাইসেন্সের মেয়াদ হবে পাঁচ বছর। লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলো ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা, ইন্ট্রানেট পরিষেবা (দেশীয় ডেটা যোগাযোগ), ইন্টারনেট অব থিংস ও মেশিন-টু-মেশিন যোগাযোগ, গতি পরিষেবায় আর্থ স্টেশন, আর্থ এক্সপ্লোরেশন স্যাটেলাইট পরিষেবা, রিমোট সেন্সিং বা আবহাওয়া সংক্রান্ত পরিষেবা ও বিটিআরসি অনুমোদিত অন্যান্য পরিষেবা দিতে পারবে।
তবে এসব প্রতিষ্ঠান সরাসরি বাসায়, সম্প্রচার, স্যাটেলাইট আইএমটিভিত্তিক পরিষেবা বা টেলিযোগাযোগ পরিষেবা দিতে পারবে না।
প্রসঙ্গত, নন-জিওস্টেশনারি স্যাটেলাইট অরবিট হলো এমন একটি স্যাটেলাইট সিস্টেম, যা ভূ-পৃষ্ঠের নির্দিষ্ট স্থানে স্থির না থেকে পৃথিবীকে নির্দিষ্ট কক্ষপথে প্রদক্ষিণ করে। জিওস্টেশনারি স্যাটেলাইট এর মতো এটি একটি নির্দিষ্ট অবস্থানে স্থির থাকে না, বরং পৃথিবীকে নিম্ন এবং মধ্যম কক্ষপথ থেকে প্রদক্ষিণ করে।
এনজিএসও প্রযুক্তি বিশেষ করে এলইও কক্ষপথে, স্টার লিংক, ওয়ানওয়েব এবং কুইপারের মতো কোম্পানিগুলোর মাধ্যমে জনপ্রিয়তা পাচ্ছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply