আনোয়ার হোসেন নিজস্বপ্রতিনিধিঃ ছদ্মবেশে টুপি পাঞ্জাবি পরে বেনাপোল স্থলবন্দর চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় ভোলা সদর থানার বোরহান উদ্দিন পৌরসভার ৭ ওয়ার্ডের কাউন্সিলর এবং ওয়ার্ড যুবলীগের সভাপতি তাজ উদ্দিন কে (৫৩) গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বুধবার (৬ নভেম্বর) সকাল ১০টা ৩০মিঃ সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ভবন থেকে তাকে আটক করা হয়। তাজ উদ্দিন ভোলার বোরহানউদ্দিন সদর থানা ও ৭ নম্বর বোরহান উদ্দিন পৌরসভা এলাকার আব্দুল গনির ছেলে।
ভোলার সদর থানার বিস্ফোরক মামলার আসামি। গত ২ অক্টোবর তার বিরুদ্ধে থানায় মামলা হয়।
বেনাপোল ইমিগ্রেশনের পরিদর্শক ওমর ফারুক মজুমদার ও আইসিপি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার ফরিদ উদ্দিন বলেন, আগে থেকে আমাদের কাছে গোপন খবর ছিল, ভোলার বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি পাসপোর্টে ভিসার মাধ্যমে ভারতে পালিয়ে যাবে। এই ধরনের তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন এলাকায় নজরদারি বাড়ানো হয় এবং এই আসামি পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য ইমিগ্রেশনে এলে জিজ্ঞাসাবাদকালে তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে আসামি তাজ উদ্দিনের নিজ এলাকা ভোলায় খোঁজ খবর নিয়ে জানা যায়, সে বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি। তখন তাকে আটক করা হয়। সব কার্যক্রম শেষে বেনাপোল পোর্ট থানায় তাকে সোপর্দ করা হয়েছে। ভোলার সদর থানার পুলিশের কাছে বেনাপোল পোর্ট থানা কর্তৃপক্ষ তাকে হস্তান্তর করবেন বলে জানান।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply